ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স!

ইরানের পতাকা বদলে দিয়েছে এক্স!
১০ জানুয়ারি, ২০২৬ ১৩:৫৩  

মার্কিন সোশ্যাল মিডিয়া এক্সে (পূর্বের টুইটার) ইরানের পতাকার ইমোজির পরিবর্তে বিপ্লব-পূর্ববর্তি পতাকার সিংহ ও সূর্য প্রতীক যুক্ত করা হয়েছে।  ইরানের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মধ্যেই এমন পরিবর্তন আনল মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।  ফলে এখন এক্সে ইরানি কর্মকর্তা ও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টেও এখন বিপ্লব-পূর্ব প্রতীকটি দেখা যাচ্ছে। 

৯ জানুয়ারি (শুক্রবার) পতাকা পরিবর্তনের বিষয়টি এক্স ব্যবহারকারীদের নজরে এসেছে। এ বিষয়ে একদিন আগে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার ) এক্স-এর পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার বলেছিলেন, এক ব্যবহারকারীর অনুরোধের পর তারা এই পরিবর্তন নিয়ে কাজ করছেন।

শুক্রবার সন্ধ্যার মধ্যেই নতুন ইমোজিটি কার্যকর হয়ে যায়। সিংহ ও সূর্য প্রতীকটি ইরানের রাজতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব পর্যন্ত এই প্রতীক আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। শাহ শাসনের পতনের পর এটি বাতিল করে বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের প্রতীক চালু করে। পতাকার ফিতের মতো অংশে কুফি লিপিতে ‘আল্লাহু আকবার’ সংযোজন করা হয়।

এরপর থেকে সিংহ ও সূর্য প্রতীকটি রাজতন্ত্রপন্থী গোষ্ঠী এবং ইরানের বর্তমান সরকারের বিরোধীরা ধারণ করেছে। তবে দেশটিতে চলমান আন্দোলনে অনেক বিক্ষোভকারীর হাতে এই পতাকা দেখা গেছে। তারা রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগানের পাশাপাশি এই সিংহ ও সূর্য প্রতীক সম্বলিত পতাকা উড়িয়েছে।

এদিকে টেলিভিশনে দেয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পিছু হটবেন না বলে ঘোষণা দিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিদেশি শক্তির হয়ে কাজ করার অভিযোগ করেছেন।

অর্থনৈতিক সংকট, তীব্র মূল্যস্ফীতি ও রিয়ালের অবমূল্যায়নের ইস্যুকে সামনে রেখে শুরু হওয়া বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। আর এই উত্তেজনার আগুনে ঘি ঢালছে ইরানের ‘চিরশত্রু’ হিসেবে পরিচিত দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বেশ কয়েকবার দেশটির হামলার হুমকি দিয়েছেন। 
ডিবিটেক/সিএনএন/এমইউএম