রিয়েলিটি ল্যাবসের ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে মেটা
মেটাভার্স ও ভার্চ্যুয়াল বাস্তবতা প্রকল্পে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে রিয়েলিটি ল্যাবস বিভাগে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এই বিভাগে কর্মরত প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে। বর্তমানে রিয়েলিটি ল্যাবসে প্রায় ১৫ হাজার কর্মী কাজ করছেন।
রয়টার্স জানায়, এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত দ্রুতই ঘোষণা করা হতে পারে এবং এতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে মেটাভার্স ইউনিটে কর্মরতদের ওপর, যারা ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট ও ভার্চ্যুয়াল সামাজিক নেটওয়ার্ক নিয়ে কাজ করছেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ হিসেবে মেটাভার্স প্রকল্পটি শুরু হলেও ২০২০ সালের পর থেকে এতে ৬০ বিলিয়ন ডলারের বেশি লোকসান হয়েছে।
রিয়েলিটি ল্যাবস বিভাগে মেটার কোয়েস্ট মিক্সড-রিয়েলিটি হেডসেট, রে-ব্যান ব্র্যান্ডের স্মার্ট চশমা এবং অগমেন্টেড রিয়েলিটি চশমা তৈরি করা হয়। যদিও মেটাভার্স ধারণা জনপ্রিয় করতে প্রতিষ্ঠানটি হিমশিম খাচ্ছে, তবে স্মার্ট চশমার বাজারে তুলনামূলক সাফল্য পেয়েছে তারা।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় টিকে থাকতে মেটা চাপের মুখে রয়েছে। বিশেষ করে লামা ৪ মডেল প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রতিষ্ঠানটির কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ডিবিটেক/বিএমটি







