প্রবাসীদের নিরাপদে প্রযুক্তি ব্যবহার ও রিমোট প্যারেন্টিং শেখালো আসসুন্নাহ ফাউন্ডেশন

প্রবাসীদের নিরাপদে প্রযুক্তি ব্যবহার ও রিমোট প্যারেন্টিং  শেখালো আসসুন্নাহ ফাউন্ডেশন
১১ জানুয়ারি, ২০২৬ ০০:০০  

নিরাপদে প্রযুক্তি ব্যবহার ও রিমোট প্যারেন্টিং বিষয়ে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সচেতন করলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’ শীর্ষক এই আয়োজনে দেশের ৫৪ জেলা থেকে বিশ্বের ৪৬টি দেশে কর্মরত সাড়ে চার শতাধিক প্রবাসী অংশগ্রহণ করেছেন। পঞ্চগড়, কুড়িগ্রাম, পটুয়াখালী, সাতক্ষীরাসহ দেশের প্রত্যন্ত ও সীমান্তবর্তী এলাকা থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে ১০ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত কর্মশালাটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের মতে, প্রবাসীর এই আগ্রহ ও আন্তরিকতা পুরো আয়োজনকে নতুন প্রেরণা জুগিয়েছে।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রবাসীদের বিভিন্ন বাস্তব সমস্যা নিয়ে আলোচনা করা, তাদের করণীয় বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং সচেতনতা তৈরি করা। এতে অভিবাসন, কর্মসংস্থান, আর্থিক ব্যবস্থাপনা, আইনি সহায়তা ও সামাজিক নিরাপত্তাসহ নানা বিষয়ে বিশেষজ্ঞরা বক্তব্য দেন। কর্মশালায় স্বাগত বক্তা ছিলেন ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, প্রবাসে থাকা ১০ বছরে তিনি কমপিউটার, ড্রাইভিং, ভিডিও এডিটিং শিখেছি। 

সচেতনতা গড়ে তোলার এই আয়োজনে প্রবাসীদের পরিবার পরিচালনা ও দূর থেকে সন্তান লালন-পালন বা রিমোট প্যারেন্টিং বিষয়ে একটি আলাদা পর্বে আলোচনা হয়, যেখানে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা ও করণীয় দিকগুলো তুলে ধরা হয়।

দর্শকদের মতামত পর্বে ফেনী জেলার সৌদি আরবপ্রবাসী মনিরুজ্জামান আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করার জন্য। এ সময় উপস্থিত প্রবাসীরা উচ্চস্বরে তার প্রস্তাবের প্রতি সমর্থন জানান।

কর্মশালা শেষে অনেক প্রবাসী জানান, প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ ধরনের আয়োজন আগে কোথাও হয়েছে বলে তাদের জানা নেই। তারা এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীসহ বিভিন্ন পেশাজীবী মানুষকে নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ডিবিটেক/ওয়াইও/ইকে