ইন্দোনেশিয়ায় সাময়িকভাবে বন্ধ হলো গ্রোক
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যৌনাত্মক কনটেন্টের ঝুঁকির কারণে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক প্ল্যাটফর্মে প্রবেশাধিকার সাময়িকভাবে বন্ধ করেছে ইন্দোনেশিয়া। শনিবার এ সিদ্ধান্ত কার্যকর হয়। এর মধ্য দিয়ে গ্রোকের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া প্রথম দেশ হলো ইন্দোনেশিয়া। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে গ্রোকের মাধ্যমে তৈরি যৌনাত্মক কনটেন্ট নিয়ে উদ্বেগ ও তদন্ত শুরুর প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রোকের নির্মাতা প্রতিষ্ঠান এক্সএআই বৃহস্পতিবার জানিয়েছিল, সুরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে যৌনাত্মক আউটপুট তৈরি হওয়ায় তারা ছবি তৈরি ও সম্পাদনার সুবিধা শুধু অর্থপ্রদানকারী ব্যবহারকারীদের জন্য সীমিত করছে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মেউতিয়া হাফিদ এক বিবৃতিতে বলেন, সম্মতি ছাড়া যৌন ডিপফেক তৈরি মানবাধিকার, মর্যাদা ও ডিজিটাল নিরাপত্তার গুরুতর লঙ্ঘন। এ বিষয়ে আলোচনার জন্য এক্সের কর্মকর্তাদের তলবও করেছে মন্ত্রণালয়।
ইলন মাস্ক এক্সে বলেন, গ্রোক ব্যবহার করে কেউ অবৈধ কনটেন্ট তৈরি করলে তা আপলোড করার মতোই শাস্তির মুখে পড়বে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় অনলাইনে অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে।
ডিবিটেক/বিএমটি







