সাশ্রয়ে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে চুক্তিবদ্ধ এক্সেনটেক-আইসিসি
দুর্গম, প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একসাথে পথ চলবে টেলিকম সেবাদাতা রবি আজিয়েটার এন্টারপ্রাইজ সার্ভিস প্রোভাডার সহযোগী প্রতিষ্ঠান ও স্টারলিংকের অনুমোদিত রিসেলার এক্সেনটেক ও প্রযুক্তি নিরপেক্ষ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইসিসি কমিউনিকেশন। এ লক্ষে ২২ ডিসেম্বর, সোমবার দুপুরে রবি’র প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়।
চুক্তিতে সই করেন এক্সেনটেক পিএলসি-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদিল হোসাইন নেবেল এবং আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।
এসময় রবি আজিয়াটার কোম্পানি সচিব শাহেদ আলম, এক্সেনটেক এর পরিচালক মোঃ আসাদুজ্জামান, জেনারেল ম্যানেজার গাউসুল আজম আরাফাত আহমেদ, প্রোডাক্ট ম্যানেজার আবির মাহমুদ তাসিক ও আইসিসি কমিউনিকেশনের গ্রুপ সিইও লেফট্যান্ট কর্নেল (অব) জাহাঙ্গীর হোসাইন ও পরিচালক সামির সেলিম সিদ্দিক উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আইসিসি কমিউনিকেশন সিআইও আব্দুর রাজ্জাক, সিটিও সাদাব মানি, সিএমও নূর হুদা তালুকদার, সিবিও দেলোয়ার হোসেন লিটন, হেড অফ ডাটা কানেক্টিভিটি শামীম আহমেদ, হেড অব আইপি টেলিফোনি সোহেল সিকদার ও আয়না ওটিটি সিটিও তানজিন রহমান তনু।
অনুষ্ঠানে জানানো হয়, এই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে ফাইবার বা ক্যাবল নেটওয়ার্ক স্থাপন ব্যয়বহুল বা জটিলতা কাটিয়ে সরাসরি উচ্চগতির ও স্বল্প ল্যাটেন্সির ইন্টারনেট সেবা দিতে অঙ্গীকার করলো উভয় প্রতিষ্ঠান।
চুক্তি বিষয়ে সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, স্টারলিংকের অনুমোদিত অ্যাফিলিয়েট রিসেলার হিসেবে আইসিসি নিজস্ব ব্র্যান্ডের অধীনে ২৪/৭ টেকনিক্যাল সাপোর্ট, অন-সাইট ইনস্টলেশন, নেটওয়ার্ক মনিটরিং এবং ভিপিএন বা স্ট্যাটিক আইপি’র মতো কাস্টম ইন্টিগ্রেশনসহ ভ্যালু-অ্যাডেড সেবা দিতে পারবে। ফলে গ্রাহকরা একক প্ল্যাটফর্মে পূর্ণাঙ্গ কানেক্টিভিটি সমাধান পাবেন। এছাড়াও বিদ্যমান টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক (ফাইবার ও ওয়্যারলেস) এর সঙ্গে স্টারলিংক সংযোগ একীভূত করবে।
অপরদিকে এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল বলেন, আইসিসির সঙ্গে এই পার্টনারশিপ নিয়ে এক্সেনটেক উচ্ছ্বসিত ও আত্মবিশ্বাসী।
তিনি জানান, স্টারলিংকের আধুনিক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে গ্রামীণ অঞ্চল, দ্বীপাঞ্চল এবং পাহাড়ি এলাকাসহ নেটওয়ার্ক গ্যাপ এলাকাসমূহে নির্ভরযোগ্য ও উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে আইসিসির সেবা পোর্টফোলিও আরও সমৃদ্ধ হবে এবং দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক গ্যাপ এলাকাসমূহের জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা যাবে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তিসই অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগের ফলে তাৎক্ষণিকভাবে স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে গ্রামীণ অঞ্চল, দ্বীপাঞ্চল ও পাহাড়ি এলাকায় নির্ভরযোগ্য ব্রডব্যান্ড সেবা দেয়ার পাশাপাশি সেবা পোর্টফোলিও আরও সমৃদ্ধ করতে পারবে আইসিসি। এতে করে দুর্যোগকালীন যোগাযোগ, অস্থায়ী ইভেন্ট ব্যবস্থাপনা কিংবা কৃষি, পর্যটন, সম্প্রচার ও সামুদ্রিক খাতের মতো বিশেষায়িত শিল্পে মোবাইল অপারেশনের জন্য নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি প্রদান করা সম্ভব হবে। একইসঙ্গে মাল্টি-লিংক বন্ডিংয়ের মাধ্যমে সামগ্রিক ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে, নেটওয়ার্ক রেজিলিয়েন্স শক্তিশালী হবে এবং কোনো আউটেজ হলে স্বয়ংক্রিয় ফেইলওভার সুবিধা নিশ্চিত হবে।
ডিবিটেক/এনএম/ইক







