অ্যাপ স্টোরে ফিরছে ফোর্টনাইট

১০ মে, ২০২৫  
১০ মে, ২০২৫  
অ্যাপ স্টোরে ফিরছে ফোর্টনাইট

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রের অ্যাপল অ্যাপ স্টোরে ফিরে আসছে এপিক গেমসের জনপ্রিয় গেম ফোর্টনাইট। এপিক সম্প্রতি গেমটি অ্যাপ স্টোরে জমা দিয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়ের পরেই ঘটেছে বলে এনগ্যাজেটের খবরে বলা হয়।

আদালত সম্প্রতি নির্দেশ দিয়েছে, অ্যাপল আর অ্যাপ স্টোরের বাইরে করা লেনদেন থেকে কমিশন আদায় করতে পারবে না। এই রায়ের পর এপিক ঘোষণা দেয়, ফোর্টনাইট আবার আইওএসে আসছে এবং অ্যাপ ডেভেলপারদের জন্য নতুন বিকল্প বিক্রয় প্ল্যাটফর্মও চালু করছে।

এপিক জানিয়েছে, প্রথম বছরে অ্যাপ থেকে অর্জিত এক মিলিয়ন ডলারের মধ্যে কোনো কমিশন নেবে না তারা। পাশাপাশি, ‘ওয়েবশপ’ নামের বিকল্প কেনাকাটার একটি মাধ্যমও চালু করেছে, যা অ্যাপল স্টোরের চেয়ে কম খরচে কেনাকাটার সুযোগ দেবে।

এদিকে অ্যাপল এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে এবং জরুরি আদেশ চেয়ে আদালতের কাছে আবেদনও জানিয়েছে।

ডিবিটেক/বিএমটি