হংকং জয় শেষে এবার ঢাকায় সংবর্ধিত বাংলাদেশের টেক-বিজয়ীরা

হংকং জয় শেষে এবার ঢাকায় সংবর্ধিত বাংলাদেশের টেক-বিজয়ীরা
২৯ ডিসেম্বর, ২০২৫ ০৯:২৮  

হংকংয়ের বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উড়িয়ে দেশে ফেরার পর জমকালো আয়োজনে সংবর্ধিত হলো বাংলাদেশের তরুণ ব্লকচেইন ও এআই উদ্ভাবকরা। ২৮ ডিসেম্বর, রবিবার রাতে রাজধানীর বারিধারার 'দ্য অ্যাট্রিয়াম ব্যাঙ্কুয়েট হল'-এ ব্লকচেইন ও এআই অলিম্পিয়াড বাংলাদেশ (বিকলবিডি) ২০২৫-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। গত ২৯ থেকে ৩১ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আসর থেকে গোল্ড ও সিলভার মেডেল জিতে আসা দলগুলোসহ জাতীয় পর্যায়ের সেরা দলগুলোকে নগদ অর্থ ও সম্মাননা দেওয়া হয় এই অনুষ্ঠানে।

বিসিওএলবিডি ২০২৫-এর জাতীয় আসরে ব্লকচেইন ক্যাটাগরিতে ১ লক্ষ ৫০ হাজার টাকার ‘প্রফেসর জামিলুর রেজা চৌধুরী চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড’ জয় করে বুয়েটের টিম গ্রে ডেভস। এই দলের সদস্যরা হলেন-ঘাগড়া সালেম দেবনাথ, মো. আবু রাসেল, মো. আবু সুফিয়ান এবং এ এইচ এম ফুয়াদ। একই ক্যাটাগরিতে ৯০ হাজার টাকার সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে আইইউটির টিম স্যাড ম্যাঙ্গো এবং ৬০ হাজার টাকার ব্রোঞ্জ জিতেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাগর কর্মকার (টিম সোলোফাইটার)। স্যাড ম্যানগো দলের সদস্যরা হলেন-মেহরীন খান মেধা, নাভেদ সালেহ নাফি, আবু দাউদ আবরার এবং সাদমান হাসান তালুকদার। 

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্যাটাগরিতে ১ লক্ষ টাকার গোল্ড অ্যাওয়ার্ড জিতেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিম হ্যাশউইজার্ডস (মো. আকিল শাহরিয়ার আনান ও ওয়াসিমা ইবনাত)। ৬০ হাজার টাকার সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে বিইউপির টিম বিজলেজার এআই (রায়ান বিন সারওয়ার, ইসমাইল হোসেন আরিয়ান, শেখ মোহাম্মাদ আল হাদি ইলফা, আহমেদ দিইয়্যান ও মোঃ আব্দুর রহমান ফাহিম)  এবং চুয়েটের টিম কুয়েট_R2S4 পেয়েছে ৪০ হাজার টাকার ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। এই দলের সদস্যরা হলেন- রণজিৎ ধর, মোঃ রাকিব হাসান, সজীব ভট্টাচার্য, সৌরভ নাথ, সাদমান সালেহ ও মোঃ সাগর চৌধুরী। 

আন্তর্জাতিক মঞ্চে (IBCOL) 'সেফপাস' প্রজেক্টের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে গোল্ড জেতা আইইউটির টিম পিচার্স এবং সিলভার জেতা সম্মিলিত দল টিম বিকচেইন-কেও অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া আর্কিটেকচার বিভাগে সিলভার জেতা ঢাবি ও আইইউটির দল পাওয়ারপাফ গার্লস এবং আইডিএসওএল-এ ‘অ্যাওয়ার্ড অব ডিস্টিংশন’ জেতা টিম সেন্সকোর ও টিম হ্যাশউইজার্ডস-এর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। 

বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। এসময় বিকলবিডি’র আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. কায়কোবাদ, এমআইটির অধ্যাপক অ্যালান এডেলম্যান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে বিকলবিডি’র আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মো. কায়কোবাদ বলেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক মানসিকতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার সুযোগ তৈরি করেছে।
 
প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বিকলবিডি ব্লকচেইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মতো ভবিষ্যৎ প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উদ্যোগে আইসিটি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রয়াত অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর দিকনির্দেশনায় যাত্রা শুরু করা বিকলবিডি এখন বৈশ্বিক ব্লকচেইন ও এআই প্রতিযোগিতায় অংশগ্রহণের জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।  বিদায়ী বছরে ব্লকচেইন অ্যান্ড এআই অলিম্পিয়াড বাংলাদেশ (বিকলবিডি) ২০২৫–এর মাধ্যমে মনোনীত ২২টি দল হংকংয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড (ইবকল) ও ইন্টারন্যাশনাল ডাটা সাইন্স অলিম্পিয়াড (ইডসল) ২০২৫–এ অংশ নেয়। প্রতিযোগিতায় আন্তর্জাতিক পর্যায়ে সাতটি বাংলাদেশি দল ৭১টি ফাইনালিস্ট দলের সঙ্গে প্রতিযোগিতা করে।  বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিযোগিতা করে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। এর মধ্যে  আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে স্বর্ণ জিতেছে দ্য পিচার্স (আইইউটি), রৌপ্য পেয়েছে বিকচেইন (বুয়েট, কুয়েট ও চুয়েট) এবং পাওয়ারপাফ গার্লস (ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইইউটি)। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটেড সল্যুশনস অলিম্পিয়াডে শ্রেষ্ঠত্ব পেয়েছে সেন্সকোর (ডিইইউ) ও হ্যাশউইজার্ডস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), যোগ্যতা পুরস্কার পেয়েছে নিউরোচেইন (মাল্টি-ইউনিভার্সিটি) ও নিউরোফ্লাক্স (ঢাকা বিশ্ববিদ্যালয় ও আর্মি ইনস্টিটিউট)।
 ডিবিটেক/এএমএ/এমইউএম