ডিআরইউতে সাংবাদিকতায় এআই-এর শক্তি নিয়ে দুই দিনের কর্মশালা শুরু
সাংবাদিকতায় এআই ব্যবহারের সম্ভাবনা, ঝুঁকি ও ডিজিটাল সুরক্ষা নিয়ে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে শুরু হলো দুই দিনের কর্মশালা। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গেমপ্লিফাই-এর পৃষ্ঠপোষতকায় এআই পাওয়ার্ড জার্নালিজম বিষয়ক এই কর্মশালায় অংশ নিচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৬০ জন সদস্য। ২৬ ডিসেম্বর, শুক্রবার সকালে শুরু হওয়া এই কর্মশালার উদ্বোধনীতে স্বাগত বক্তব্য দেন গেমপ্লিফাই এক্সওয়াইজেড ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান।
তিনি বলেন, এখন ইনফরমেশনের যুগ পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছি। ধারণা করা হচ্ছে অচিরেই কৃত্রিমবুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। সেটা হবে সিঙ্গুলারিটি'র সময়। সেই এআই সাংবাদিকতার জন্য নতুন চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে এসেছে। সেই ঝুঁকি মোকাবেলাই গেমপ্লিফ্লাই ডিআরইউ এর পাশে থাকবে। সেই লক্ষ্যে আমরা নতুন ধারার সাংবাদিকতার সঙ্গে এই কর্মশালা করছি। আশাকরি এটি আপনাদের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, বিদেশী সামাজিক যোগাযোগমধ্যেমের নেতিবাচক প্রভাবমুক্ত করতে আমরা গ্যাম্বলিং, বেটিং ও জুয়ামুক্ত সোশ্যাল মিডিয়া করেছি। শুরুতেই ক্রিড়া ভিত্তিক সোশ্যাল মিডিয়া করেছি। আমরা অশ্লীলতা মুক্ত জ্ঞান ও সুস্থধারার প্রতিযোগিতা তৈরি করবে। এজন্য আমেরিকা প্রবাসী প্রযুক্তিবিদ মশিউর রহমান দূরদেশ থেকে কাজ করছেন।
সভাপতির বক্তব্যে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সাংবাদিকদের এগিয়ে রাখতে এবার আমরা ভিন্ন ধাচের বিষয়ে নতুন ধারায় প্রশিক্ষণ করছি। এতে করে তারা যেন কোনটি এআই, কোনটি নয় তা জানতে পারে। আমি যা ভাবছি তা যদি এআই বলে দিতে পারে তবে তার ব্যবহার আমাদের জানতে হবে। তাই আমাদের এআই যাচাই করতে জানতে হবে। ব্যতিক্রমী আয়োজনে এ বছর আমরা নতুন কিছু শিখবো।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদ সোহেল বলেন, আমি বলেছি রিপোর্টারদের প্রচুর জানতে হবে তা না হলে জাতিকে জানানোর সুযোগ তৈরি হবে না। সাংবাদিকরা সবচেয়ে এগিয়ে থাকা দের একজন হতে হবে তাই এ আই এ আই জানা প্রতিটি রিপোর্টারের জন্য অপরিহার্য। বছরজুড়ে ঢাকা রিপোর্ট অসিলিটির সদস্যদের জন্য এমন আয়োজন থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন ৭ ডিসেম্বর দায়িত্ব নেওয়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল।
প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন ডিআরইউ সদস্য মোহাম্মদ ইমাম হোসাইন সোহেল। প্রথম সেশনের প্রশিক্ষণ নেন ঢাকা পোস্টের হেড অব নিউ ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।
অনুষ্ঠানে জানানো হয়, খেলাধূলা বিষয়ক সোশ্যাল মিডিয়া হিসেবে গেমপ্লিফ্লাই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কাজ করছে।
ডিবিটেক/ইকে/আরও







