২০ বিলিয়ন ডলারের তহবিল পেল এক্সএআই

২০ বিলিয়ন ডলারের তহবিল পেল এক্সএআই
৭ জানুয়ারি, ২০২৬ ১৮:০০  

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই জানিয়েছে, তারা সিরিজ ই রাউন্ডে ২০ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ভ্যালর ইকুইটি পার্টনার্স, ফিডেলিটি, কাতার ইনভেস্টমেন্ট অথরিটি ছাড়াও এনভিডিয়া ও সিসকো কৌশলগত বিনিয়োগকারী হিসেবে এই রাউন্ডে অংশ নিয়েছে। তবে বিনিয়োগটি ইকুইটি না ঋণ, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। খবর টেকক্রাঞ্চ।

এক্সএআইয়ের দাবি, নতুন এই অর্থ ডেটা সেন্টার সম্প্রসারণ ও গ্রোক মডেলের উন্নয়নে ব্যয় করা হবে। এছাড়া, এক্স ও গ্রোক মিলিয়ে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ৬০ কোটি। 

তবে একই সঙ্গে প্রতিষ্ঠানটি গুরুতর বিতর্কের মুখে পড়েছে। সম্প্রতি এক্স ব্যবহারকারীদের অনুরোধে গ্রোক বাস্তব মানুষের, এমনকি অপ্রাপ্তবয়স্কদের, যৌন প্রকৃতির ডিপফেক তৈরি করেছে বলে অভিযোগ ওঠে। এর ফলে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া ও ফ্রান্সে এক্সএআইয়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ডিবিটেক/বিএমটি