অ্যাসাসিনস ক্রিড শ্যাডোসের খেলোয়াড় সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

২৩ মার্চ, ২০২৫  
২৩ মার্চ, ২০২৫  
অ্যাসাসিনস ক্রিড শ্যাডোসের খেলোয়াড় সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

অ্যাসাসিনস ক্রিড সিরিজের নতুন সংযোজন অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস মুক্তির পরই ব্যাপক সাড়া ফেলেছে। ইউবিসফট জানিয়েছে, বৃহস্পতিবার মুক্তির পর থেকে এখন পর্যন্ত গেমটি ২০ লাখের বেশি খেলোয়াড়ের নজর কেড়েছে। খবর এনগ্যাজেট।

প্রথমে গত বছর মুক্তির কথা থাকলেও উন্নয়নের স্বার্থে একাধিকবার পিছিয়ে দেওয়া হয় গেমটির প্রকাশনা। তবে অবশেষে এটি প্রকাশের পর ভালোই চলছে বলে মনে হচ্ছে। এনগ্যাজেট-এর ক্রিস হোল্ট জানিয়েছেন, প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স এবং পার্সোনাল কম্পিউটারে গেমটি বেশ ভালো পারফরম্যান্স দিচ্ছে।

ইউবিসফট আরও জানিয়েছে, অ্যাসাসিনস ক্রিড শ্যাডোস-এর মুক্তি অ্যাসাসিনস ক্রিড অরিজিনস ও অডিসি-এর চেয়েও বড় সাফল্য পেয়েছে। সংস্থার এক্স পোস্টে বলা হয়েছে, "ফিউডাল জাপানের অভিযানে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ!"

বর্তমানে প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস, ইউবিসফট+, অ্যামাজন লুনা, ম্যাক এবং পার্সোনাল কম্পিউটারে খেলা যাচ্ছে গেমটি। পরবর্তীতে এটি আইপ্যাড-এও আসার সম্ভাবনা রয়েছে।

ডিবিটেক/বিএমটি