সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে এ্যাব-এর শোক
বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
এক শোকবার্তায় এ্যাব জানায়, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেতৃত্বদানকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া আজীবন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। জীবনের দীর্ঘ সময়ে নানা নির্যাতন ও দুঃখ-কষ্টের সম্মুখীন হয়েও তিনি কখনো দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবেননি। দেশের মাটি ও মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা, নিঃস্বার্থ ত্যাগ এবং সাহসী নেতৃত্ব তাঁকে ইতিহাসে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
এ্যাব-এর শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এদিকে দেশনেত্রীর ইন্তেকালে শোক পালন কর্মসূচির ঘোষণা দিয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বাদ যোহর এ্যাব কার্যালয়ে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি হাইকোর্ট সংলগ্ন জামে মসজিদে বাদ যোহর এ্যাব-এর উদ্যোগে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচিতে মরহুমার রূহের মাগফিরাত কামনা করা হবে এবং তাঁর পরিবার-পরিজনসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হবে। এ্যাব-এর সকল সম্মানিত প্রকৌশলী সদস্যদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
শোকবার্তায় এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিবিটেক/এসএস/ইক







