ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স বিষয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
৩০ ডিসেম্বর, ২০২৫ ২২:৪৪  

‘ডেটা-চালিত সমাধান: নতুন সম্ভাবনার উন্মোচন’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের ২৮-২৯ ডিসেম্বর দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও বিদেশি শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ফলিত পরিসংখ্যান, ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্সের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন খাতে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা-চালিত পদ্ধতির কার্যকারিতা তুলে ধরা হয়।উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. মামুন আহমেদ। বক্তব্যে তিনি প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন এবং টেকসই উন্নয়নে পরিসংখ্যান ও ডেটা সায়েন্সের ক্রমবর্ধমান গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শাসনব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অর্থনৈতিক পরিকল্পনায় ডেটার ব্যবহার বাড়লেও এর দায়িত্বশীল প্রয়োগের জন্য শক্তিশালী বিশ্লেষণাত্মক ভিত্তি, নৈতিকতা ও প্রেক্ষিতগত উপলব্ধি অপরিহার্য।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা ও পরিবার স্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী। তিনি উন্নয়নশীল দেশগুলোতে সামাজিক বৈষম্য ও জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা-চালিত গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক ড. তামান্না হাওলাদার। তিনি বলেন, ‘এই সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো একাডেমিয়া, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং পরিসংখ্যান ও ডেটা সায়েন্স শিক্ষার সঙ্গে বৈশ্বিক চাহিদার সেতুবন্ধন তৈরি করা।’

সম্মেলনে কী-নোট বক্তৃতা, কারিগরি প্রবন্ধ উপস্থাপন, প্যানেল আলোচনা এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পরিসংখ্যানগত লার্নিং, মেশিন লার্নিং, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটেশনাল পদ্ধতি এবং বাস্তব সমস্যা সমাধানে ডেটা সায়েন্সের প্রয়োগ। অংশগ্রহণকারীরা পদ্ধতিগত উদ্ভাবন, নৈতিক ডেটা ব্যবহার এবং আন্তঃবিষয়ক সহযোগিতা নিয়ে সক্রিয় আলোচনা করেন।

ডিবিটেক/এমইউএম