ট্রাম্প ও বুশের সাবেক উপদেষ্টা দিনা পাওয়েল মেটার নতুন প্রেসিডেন্ট

ট্রাম্প ও বুশের সাবেক উপদেষ্টা দিনা পাওয়েল মেটার নতুন প্রেসিডেন্ট
১৩ জানুয়ারি, ২০২৬ ২০:০০  

সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস তাদের নতুন প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা দিনা পাওয়েল ম্যাককরমিককে। সোমবার এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ওয়াশিংটনে মেটার লবিং কার্যক্রম আরও জোরদার করতেই এই নিয়োগ বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর রয়টার্স।

নিয়োগ ঘোষণার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দিনা পাওয়েল ম্যাককরমিককে অভিনন্দন জানান। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মেটা জানায়, নতুন দায়িত্বে দিনা পাওয়েল ম্যাককরমিক ডেটা সেন্টার সম্প্রসারণ, কৌশলগত মূলধনী অংশীদারিত্ব গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সক্ষমতা বাড়াতে কাজ করবেন। তিনি এর আগে ১৬ বছর গোল্ডম্যান স্যাকস–এ শীর্ষ নেতৃত্বের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং জর্জ ডব্লিউ বুশ প্রশাসনেও হোয়াইট হাউসের উপদেষ্টা ছিলেন।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চ্যালেঞ্জের মুখে থাকা মেটার জন্য এই নিয়োগ রাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

ডিবিটেক/বিএমটি