যুক্তরাষ্ট্রে চার শতাধিক দোকান বন্ধ করছে গেমস্টপ
ভিডিও গেম ও বিনোদন পণ্য বিক্রেতা গেমস্টপ যুক্তরাষ্ট্রজুড়ে ৪০০–এর বেশি ফিজিক্যাল শপ (দোকান) বন্ধ করছে বলে জানা গেছে। পলিগনের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়, ক্যালিফোর্নিয়া থেকে মেইন পর্যন্ত অন্তত ৪১০টি দোকান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা শিগগিরই বন্ধ হতে যাচ্ছে। এর পাশাপাশি আরও অন্তত ১১টি শাখা বন্ধের প্রক্রিয়ায় রয়েছে।
এই সিদ্ধান্ত গেমস্টপের সাম্প্রতিক আর্থিক নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দাখিল করা প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০২৫ অর্থবছরে উল্লেখযোগ্য সংখ্যক অতিরিক্ত দোকান বন্ধের পরিকল্পনা রয়েছে। গেমস্টপের ২০২৫ অর্থবছর শেষ হচ্ছে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।
একই নথিতে আরও উল্লেখ করা হয়, বাজারমূলধন ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে পারলে প্রধান নির্বাহী রায়ান কোহেনকে সর্বোচ্চ ৩৫ বিলিয়ন ডলারের শেয়ারভিত্তিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাইরে ইউরোপের কয়েকটি দেশ ও কানাডায়ও কার্যক্রম সীমিত করার কথা জানিয়েছে গেমস্টপ।
২০২১ সালে শেয়ারবাজারে আলোচিত উত্থান সত্ত্বেও, ক্রিপ্টো লকার ও এনএফটি মার্কেটপ্লেসের মতো উদ্যোগ ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি সাম্প্রতিক বছরগুলোতে দিকনির্দেশনাগত সংকটে ভুগছে।
ডিবিটেক/বিএমটি







