ইউটিউবের ২১ শতাংশের বেশি ভিডিও এখন ‘এআই স্লপ’
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরির টুল সহজলভ্য হওয়ায় ইউটিউবে নিম্নমানের এআই-তৈরি কনটেন্টের পরিমাণ দ্রুত বাড়ছে। ভিডিও সম্পাদনা প্রতিষ্ঠান ক্যাপউইংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইউটিউবের মোট কনটেন্টের ২১ শতাংশের বেশি ‘এআই স্লপ’—অর্থাৎ তুচ্ছ, মানহীন ও অর্থহীন ভিডিওতে ভরে গেছে। খবর পিসি ম্যাগ।
প্রতিবেদনটি তৈরির জন্য একটি নতুন ইউটিউব অ্যাকাউন্ট খুলে প্রথম ৫০০টি শর্টস ভিডিও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, মোট ১০৪টি ভিডিও ছিল এআই দিয়ে তৈরি। শুরুতে কিছু ভিডিওতে এমন কনটেন্ট না থাকলেও পরে এর উপস্থিতি দ্রুত বেড়েছে।
এআই স্লপ দেখার ক্ষেত্রে শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির শীর্ষ এআই স্লপ চ্যানেলগুলো মিলিয়ে প্রায় ৮২৫ কোটি বার দেখা হয়েছে। দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শীর্ষ চ্যানেলটি একাই ১২৮ কোটি ভিউ পেয়েছে এবং আনুমানিক ২৬ লাখ ৬০ হাজার ডলার আয় করেছে।
প্রতিবেদনটি আরও জানায়, শুধু ইউটিউব নয়—ইন্টারনেটজুড়েই এআই-তৈরি লেখা ও ভিডিও বাড়ছে। এমনকি কর্মক্ষেত্রেও ‘ওয়ার্ক স্লপ’ নামে পরিচিত এআই কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে কিছু প্ল্যাটফর্ম ইতোমধ্যে এআই কনটেন্ট শনাক্ত ও নিয়ন্ত্রণে নতুন ফিচার চালু করেছে।
ডিবিটেক/বিএমটি







