ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ালো বিটিসিএল

ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ালো বিটিসিএল
১১ জানুয়ারি, ২০২৬ ১১:০২  

প্রান্তিক গ্রাহক পর্যায়ে মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।  গতি বাড়ানোর পাশাপাশি ৫০ এমবিপিএস বা তার বেশি গতির ইন্টারনেট সংযোগ নিলে সাথে ওএনটি/রাউটার ফ্রি দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।  

১১ জানুয়ারি, রবিবার, এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, হালনাগাদ প্যাকেজে ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস এর পরিবর্তে ২০ এমবিপিএস, ৫০০ টাকায় ১২ এমবিপিএস এর পরিবর্তে ২৫ এমবিপিএস; ১৫ এমবিপিএস ক্যাম্পাস-১৫ প্যাকেজের গতি ৫০ এমবিপিএস-এ উন্নীত করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাস-৫০টি সেবাটি প্রিপেইড হিসেবে কেবল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিতে পারবে।

এছাড়াও ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সংযোগের গতি ৫০ এমবিপিএস, ১০৫০ টাকায় ১০০ এমবিপিএস, ১১৫০ টাকায় ১২০ এমবিপিএস, ১৩০০ টাকায় ১৩০ এমবিপিএস, ১৫০০ টাকায় ১৫০ এমবিপিএস এবং  ১৭০০ টাকায় ১৭০ এমবিপিএস গতি পাওয়া যাবে।

তবে এসব সংযোগ পেতে এলাকা ভিত্তিক সংযোগ ফি বা জামানত দিতে হবে। একইসঙ্গে মাসিক প্যাকেজের সঙ্গে ১০০ টাকা যোগ করলে টেলিফোনসংযোগসহ বিটিসিএল টু বিটিসিএল ফ্রি কল সুবিধা দেয়ার হচ্ছে। সংযোগ ও সেবা পেতে টেলিসেবা অ্যাপ-এ আবেদন করতে হবে। 

ডিবিটেক/এমজেইউ/এমইউএম