গুগলের জেমিনি মডেলে চলবে অ্যাপলের নতুন সিরি

গুগলের জেমিনি মডেলে চলবে অ্যাপলের নতুন সিরি
১৩ জানুয়ারি, ২০২৬ ১৮:০০  

অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস সহকারী সিরির নতুন সংস্করণ চালাতে গুগলের জেমিনি মডেল ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল ও গুগল। এক যৌথ বিবৃতিতে দুই প্রতিষ্ঠান জানায়, বহুবছর মেয়াদি এই সহযোগিতার আওতায় অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফাউন্ডেশন মডেল গড়ে তোলা হবে গুগলের জেমিনি মডেল ও ক্লাউড প্রযুক্তির ওপর ভিত্তি করে। এর মাধ্যমে চলতি বছর আরও ব্যক্তিকেন্দ্রিক ও উন্নত সিরিসহ ভবিষ্যতের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালু করা হবে। খবর এনগ্যাজেট।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রযুক্তি মূল্যায়নের পর অ্যাপল সিদ্ধান্তে পৌঁছেছে যে, অ্যাপল ফাউন্ডেশন মডেলের জন্য গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিই সবচেয়ে সক্ষম ভিত্তি। একই সঙ্গে অ্যাপল দাবি করেছে, অ্যাপল ইন্টেলিজেন্স আগের মতোই অ্যাপল ডিভাইস ও প্রাইভেট ক্লাউড কম্পিউটে চলবে এবং ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার মান বজায় থাকবে।

এর আগে ২০২৪ সালের ডব্লিউডব্লিউডিসিতে জেনারেটিভ এআই–চালিত সিরির ধারণা তুলে ধরেছিল অ্যাপল। ২০২৫ সালের মার্চে বড় আপডেট বিলম্বের ঘোষণা দিলেও, অবশেষে গুগলের সঙ্গে এই চুক্তির মাধ্যমে সেই উন্নত সিরির পথ পরিষ্কার হলো।

ডিবিটেক/বিএমটি