এক গ্রাহকের নামে থাকা একাদশ সিমের সংখ্যা ৮৯ লাখ; বন্ধ হয়েছে ৮৮ লাখ
পূর্বঘোষিত ১০টির বেশি সিমকার্ড বাতিলের সিদ্ধান্ত বাতিল করায় ৮৯ লাখের মতো সিম তালিকাভূক্ত হয়েছে। এরইমধ্যে ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির হালনাগাদ তথ্য বলছে, গত ছয় মাসে কমেছে প্রায় ১৮ লাখের বেশি মোবাইল গ্রাহক ও ৬২ দশমিক ৬ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক।
নভেম্বর শেষে দেশে ১৮ কোটি ৭০ লাখ ছয় হাজার মোবাইল গ্রাহক ছিলেন। একই সময়ে মোট ইন্টারনেট গ্রাহক ছিলেন ১২ কোটি ৯৮ লক্ষ ৯০ হাজার। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১১ কোটি ৫২ লাখ ৭০ হাজার।
এমন বাস্তবতায় নতুন বছরে আসতেই বন্ধ করা হয়েছে একটি এনআইডি’র অধীনে নিবন্ধিত ১০টির বেশি সিম। এতে প্রায় ৮৯ লাখ অতিরিক্ত সিম পাওয়া গেছে বলে জানিয়েছেন বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম মনিরুজ্জামান। তিনি বলেছেন, এর মধ্যে ৮৮ লাখের বেশি বন্ধ করে দেয়া হয়েছে। বাকি এক লাখ সিম ভিআইপিসহ বিভিন্ন মামলা চলমান থাকায় স্থগিত করা হয়েছে। তবে দ্রুতই সেগুলোও বন্ধ হয়ে যাবে।
এদিকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও বেড়েছে ব্রডব্যান্ডের গ্রাহক। বর্তমানে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সংখ্যা ১ কোটি ৪৬ লাখ ২০ লাখ। জুলাই অভ্যুত্থানের সময়ে এ সংখ্যা ছিল ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার। জুলাই অভ্যুত্থানের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দুই মাস অন্তর বাড়তে দেখা গেছে। বেড়েছে ব্রডব্যান্ডের গতিও।
ডিবিটেক/বিবি/ইকে







