অ্যাপে ভোটার নিবন্ধন সময় বাড়লো ৫ জানুয়ারি পর্যন্ত

অ্যাপে ভোটার নিবন্ধন সময় বাড়লো ৫ জানুয়ারি পর্যন্ত
৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫:২৭  

বাংলাদেশ নির্বাচন কমিশন পোস্টাল ভোটের নিবন্ধন/আবেদনের সময়সীমা শেষবারের মতো বাড়িয়ে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে। উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত Postal Vote BD অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।

৩০ ডিসেম্বর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষিরিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  ডাক ও টেলিযোগাযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পোস্টাল ভোটেল ব্যাটল সরবরাহ ও সংগ্রহের কাজ করা হচ্ছে। 

এদিকে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার  সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় স্থগিত হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

কেননা, জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে। 

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইনে অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে।
ডিবিটেক/ইক