চালু হলো ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম 

পেপ্যাল ইস্যুতে যা জানালেন বিশেষ সহকারি

পেপ্যাল ইস্যুতে যা জানালেন বিশেষ সহকারি
১৩ জানুয়ারি, ২০২৬ ১৩:৪৭  

ফ্রিল্যান্সার আইডি নিয়ে হয়রানি ও দীর্ঘসূত্রিতা নিয়ে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে অংশীজনদের নিয়ে ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগি ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবু সাঈদ ছাড়াও বাংলাদেশ ব্যাংক, এনবিআর, পেমেন্টগেটওয়ে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এদের মধ্যে  বাক্ক সভাপতি তানভীর ইব্রাহিম, নগদ টেকনোলজিস লিমিটেড হেডঅব টেকনোলজিস অ্যান্ড গভর্নেন্স আদনান আহমেদ, বিকাশ প্রতিনিধি তানভীর মাহমুদ, আপওয়ার্কের  মোজাহেদুল ইসলাম, ফ্রিল্যান্সাডর ডটকমের কামাল আহমেদ প্রমুখ সভায় নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।  

 ১৩ জানুয়ারি মঙ্গলবার, আগারাগাঁওয়ের আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।   

আলোচনায় অংশ নিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই  সোশ্যাল মিডিয়ায় আমাকে দুটো কারণে ট্যাগ গালি দেয়া হয়। একটি হচ্ছে মোবাইল ফোনের এবং ভয়েস কল ও ডেটার দাম বেশি। আরেকটি গালি খাই পেপ্যাল কবে আসবে বিষয়ে। বিষয়টি পজেটিভলি নেই। মোবাইল ডেটার বিষয়ে আমি নিউ টেকনোলজি’র ওপর বেশি ফোকাস করেছি। ফলে দেশে ৫জি, ভিওওয়াইফাই এসেছে। গতকাল প্রাইভেট ফাইভজি চালু করেছি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি আরও যখন কোনো কোম্পানি নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করে তখন সরকার তাকে দাম কমাতে বলতে পারি না। তারপরও সারকারি ও বেসরকারি সব আইএসপিই দাম কমিয়েছে। ব্রডব্যান্ডে এখন আর ৫ এমবিপিএস নেই। এখন ১০-১২ এমবিপিএস-এ পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক পেপ্যালের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি এগিয়ে নেয়া হলে তারা ভারতের একজন কর্মকর্তাকে দায়িত্ব দিলেও তিনি রেসপন্স করেননি। এরপর প্রধান উপদেষ্টার সাবেক একজন উপদেষ্টার মাধ্যমে পেপ্যালেরর সঙ্গে সরাসরি আলোচনা করতে আমরা সফল হই। তবে তারা বাংলাদেশে ব্যবসা শুরুতে রাজি হয়। তবে শর্ত দেয়। শর্তটা হচ্ছে বাংলাদেশে ব্যাংকের পক্ষ থেকে বোথ ওয়ে ট্রাঞ্জেকশনের সুবিধা দিতে হবে। এরপর পেপ্যাল-কে আমি একটা জিও দেই। তারা রেসপন্স করলেও এগ্রি করেনি। পরবর্তীতে সিঙ্গাপুরে পেপ্যাল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তারা ক্রসবর্ডার ট্রাঞ্জেকশনের মাধ্যমে বাংলাদেশে আসতে সম্মত হয়। এভাবেই আমরা কন্টিনিউ কাজ করছি। তবে এতো অল্প সময়ে আপনাদের জন্য এখন পর্যন্ত আমরা তেমন কিছুই করতে পারলাম না। তাই আপনাদের রেজিন্ট্রেশন ভেরিফিকেশন সমস্যা সমাধানে উদ্যোগ নিলাম। অবশেষে আজ আপনাদের জন্য এটি ঘরোয়া পরিবেশেই উদ্বোধন করালাম।

অনুষ্ঠানে জানানো হয়, নিবন্ধনের জন্য ন্যুনতম ৫০ ডলার চার্জ লাগবে।  নিবন্ধনে এনআইডি’র মাধ্যমে ভেলিডিটেশন করা যাবে।  

ডিবিটেক/এমজেইউ/ইকে