২৪ জুনের শুরুর ৬ ঘণ্টা বন্ধ থাকবে রিচার্জ

২২ জুন, ২০২৫  
২২ জুন, ২০২৫  
২৪ জুনের শুরুর ৬ ঘণ্টা বন্ধ থাকবে রিচার্জ

মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার আপগ্রেডেশনের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের রিচার্জ সেবা আগামী মঙ্গলবার (২৪ জুন) ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

রোববার (২২ জুন) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক তার গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার আপগ্রেডেশনের কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ জুন রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত টেলিটকের নম্বরে সব প্রকার রিচার্জ সেবা বন্ধ থাকবে। 

এ কারণে গ্রাহকদের যেকোনো সাময়িক অসুবিধার জন্য আগাম বার্তা দিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে টেলিটক কর্তৃপক্ষ।

এর আগে গত ২৮ মার্চ ২৮ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে টেলিটক ডাটা প্যাকেজের মূল্য ১০ শতাংশ কমানোর কথা জানানো হয়েছিলো। রমজানের ঈদ থেকে সেই মূল্য কার্যকর করা হয়। 

প্রসঙ্গত,  টেলিটক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর, যা ২০০৪ সালে যাত্রা শুরু করে। এটি মূলত, সরকারি ও শিক্ষার্থীসহ নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে। এছাড়া, সরকারি বিভিন্ন ডিজিটাল সেবায়ও টেলিটকের বিশেষ অবদান রয়েছে। বিশেষ করে শিক্ষাখাতে বিভিন্ন পরীক্ষার আবেদনসহ নানা কার্যক্রম পরিচালনায় টেলিটকের সিম ব্যবহারের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে নেটওয়ার্ক বিস্তৃতিসহ ডিজিটাল সেবার মান উন্নয়নে রাষ্ট্রীয় মালিকানাধীন এই অপারেটর একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে।