জিপিতে মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা চালু

২৪ এপ্রিল, ২০২৫  
২৪ এপ্রিল, ২০২৫  
জিপিতে মোবাইল ব্যালেন্স দিয়ে হজ রোমিং প্যাক কেনার সুবিধা চালু

বাংলাদেশে প্রথম বারের মতো হজযাত্রীদের জন্য বিদেশী মুদ্রার পরিবর্তে  স্থানীয় মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা গ্রহণের সুবিধা আনল দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন।

এর আগে, হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিদেশি সিম কার্ড কিনতে হতো, যার ফলে পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগে বিলম্বসহ নানা জটিলতায় পড়তে হতো তাদের। তবে নতুন এই ব্যবস্থার ফলে হজযাত্রীরা এখন থেকে নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের হজ রোমিং প্যাক অ্যাক্টিভ করতে পারবেন। ফলে সৌদি আরবে পৌঁছানোর সাথে সাথে নিরবচ্ছিন্নভাবে ও সহজে মোবাইলে যোগাযোগ করতে পারবেন তারা। গ্রাহকরা যেকোনো সময়যেকোনো স্থান থেকে মোবাইল ব্যালেন্স অথবা সহজ রিচার্জের মাধ্যমে এই প্যাকগুলি কিনতে পারবেন।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, “আমাদের হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক এই পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে গর্বিত গ্রামীণফোন। এই উদ্যোগ বাস্তবায়নে আমরা টেলিযোগাযোগ খাত, সরকার এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যাতে আমাদের গ্রাহকরা এমন পবিত্র ধর্মীয় সফরে তাদের প্রিয়জনদের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন।

তিনি আরও বলেন, “যুগান্তরকারী এই উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এর ফলে তারা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এ সফরে সহজেই যুক্ত থাকতে, প্রয়োজনীয় তথ্য জানতে ও জানাতে এবং উদ্বেগমুক্ত থাকতে পারবেন।

প্রসঙ্গত, সম্প্রতি টেলিকম অপারেটরদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকার ২০২৫ সালের হজ কার্যক্রমকে কেন্দ্র করে দুই মাসের জন্য এই সুবিধা প্রদানের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।