যুক্তরাষ্ট্রে তৈরি এনভিডিয়ার প্রথম ব্ল্যাকওয়েল চিপ ওয়েফার উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে তৈরি প্রথম ব্ল্যাকওয়েল চিপ ওয়েফার উন্মোচন করেছে এনভিডিয়া। এটি তৈরি করা হয়েছে টিএসএমসির অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে অবস্থিত সেমিকন্ডাক্টর কারখানায়। শুক্রবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। খবর রয়টার্স।
এনভিডিয়া জানায়, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে এবং দেশের ভেতরে এআই প্রযুক্তির উৎপাদন সক্ষমতা বাড়াবে, যা ভবিষ্যতে তথ্যকে বুদ্ধিমত্তায় রূপান্তরিত করে যুক্তরাষ্ট্রকে এআই যুগে নেতৃত্বে রাখতে সহায়তা করবে।
এ উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উৎপাদন খাত শক্তিশালী করার প্রচেষ্টার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
টিএসএমসি’র অ্যারিজোনা প্ল্যান্টে এখন থেকে ২, ৩ ও ৪ ন্যানোমিটার প্রযুক্তির চিপ ছাড়াও এ১৬ সিরিজের উন্নত চিপ তৈরি হবে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, টেলিযোগাযোগ এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের জন্য অপরিহার্য।
সম্প্রতি এনভিডিয়া, এএমডি এবং ব্রডকম এর মতো বড় চিপ নির্মাতা ও এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাধিক বৃহৎ চুক্তি হয়েছে, যাতে ডেটা সেন্টারের সক্ষমতা আরও বাড়ানো যায়।
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা টিএসএমসি সম্প্রতি জানায়, এআই খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে তাদের বার্ষিক আয় প্রত্যাশার চেয়ে বেশি হবে, কারণ চলতি ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে।
ডিবিটেক/বিএমটি