প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে এনভিডিয়া : চীন

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৮  
প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে এনভিডিয়া : চীন

সেমিকন্ডাক্টর খাতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। সোমবার চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন জানিয়েছে, মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা এনভিডিয়া তাদের দেশের প্রতিযোগিতা আইন ভঙ্গ করেছে। খবর টেকক্রাঞ্চ।

এ অভিযোগটি মূলত ২০২০ সালে এনভিডিয়া কর্তৃক ৭ বিলিয়ন ডলারে কম্পিউটার নেটওয়ার্কিং সরবরাহকারী মেলানক্স টেকনোলজিস অধিগ্রহণ–এর সঙ্গে যুক্ত।

এক বিবৃতিতে এনভিডিয়া জানিয়েছে, তারা সব ধরনের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।

যদিও চীন এখনও কোনও সরাসরি শাস্তি ঘোষণা করেনি, তবে তদন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ রায় ইতিমধ্যেই স্পেনের মাদ্রিদে চলমান যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য আলোচনার উপর প্রভাব ফেলতে পারে। আলোচনাটি সরাসরি সেমিকন্ডাক্টর নিয়ে না হলেও চীনে এনভিডিয়া চিপস সরবরাহ বড় ধরনের বিতর্কের বিষয়।

যুক্তরাষ্ট্রে প্রশাসন পরিবর্তনের মধ্যেও এই উত্তেজনা বহাল আছে। বাইডেন প্রশাসন এ বছরের শুরুতে এআই ডিফিউশন রুল জারি করে চীনে মার্কিন এআই চিপ রপ্তানিতে সীমাবদ্ধতা আনে। যদিও মে মাসে তা বাতিল হয়, পরবর্তীতে ট্রাম্প প্রশাসন চীনে চিপ রপ্তানির জন্য লাইসেন্স ব্যবস্থা চালু করে এবং পরে শর্তসাপেক্ষে বিক্রির অনুমতি দেয়।

সাম্প্রতিক এক চুক্তিতে চীনে চিপ বিক্রির আয়ে যুক্তরাষ্ট্রের জন্য ১৫ শতাংশ ভাগ নির্ধারণ করা হয়েছে। তবে চীন প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়া চিপ কেনা নিরুৎসাহিত করছে এবং সর্বশেষ হিসাব অনুযায়ী নতুন রপ্তানি প্রক্রিয়ায় একটিও এনভিডিয়া চিপ দেশটিতে পৌঁছায়নি।

ডিবিটেক/বিএমটি