কী উন্মোচিত হলো আইফোন ১৭ উদ্বোধনী অনুষ্ঠানে?

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বরাবরের মতো সেপ্টেম্বরে নিয়ে এলো নতুন সব চমক। কুপার্টিনোতে আয়োজিত বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ লঞ্চ ইভেন্টে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে একাধিক নতুন ডিভাইস। এর মধ্যে রয়েছে আইফোন ১৭ সিরিজ, নতুন আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, তৃতীয় প্রজন্মের এয়ারপডস প্রো এবং নতুন অ্যাপল ওয়াচ মডেল। একই সঙ্গে ঘোষিত হয়েছে লিকুইড গ্লাস প্রযুক্তি এবং আইওএস ২৬–এর নতুন ফিচার। খবর এনগ্যাজেট।
আইফোন ১৭
আইফোন ১৭ সিরিজে থাকছে ৬.৩ ইঞ্চি প্রোমোশন সমর্থিত ১২০ হার্জের ডিসপ্লে। সিরামিক শিল্ড ২ প্রযুক্তি ব্যবহারে ফোনের টেকসই ক্ষমতা বেড়েছে তিনগুণ। নতুন এ১৯ চিপসেটে উন্নত নিউরাল ইঞ্জিন, সিক্স-কোর সিপিইউ এবং ফাইভ-কোর জিপিইউ থাকায় ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারি ব্যাকআপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্যামেরায় যুক্ত হয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা ওয়াইড এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আইফোন ১৭–এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে।
আইফোন এয়ার
অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে আইফোন এয়ার। মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের ডিভাইসটি তৈরি হয়েছে স্পেসক্রাফট-গ্রেড টাইটানিয়াম দিয়ে। ৬.৫ ইঞ্চির প্রোমোশন সমর্থিত ডিসপ্লেতে সর্বোচ্চ উজ্জ্বলতা পাওয়া যাবে ৩,০০০ নিট পর্যন্ত। এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী এ১৯ প্রো চিপসেট, নতুন এন১ চিপ এবং উন্নত সি১এক্স মডেম। দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে।
আইফোন ১৭ প্রো
সম্পূর্ণ নতুন অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইনে এসেছে আইফোন ১৭ প্রো সিরিজ। এতে যুক্ত হয়েছে নতুন ভেপার চেম্বারভিত্তিক থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, যা ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে। ক্যামেরা সেকশনে রয়েছে নতুন ৪৮ মেগাপিক্সেল টেলিফটো, ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড লেন্স। ১৭ প্রো ম্যাক্সে পাওয়া যাবে সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ—একটানা ৩৯ ঘণ্টা ভিডিও প্লেব্যাক। এর দাম শুরু হচ্ছে ১,০৯৯ ডলার থেকে।
এয়ারপডস প্রো ৩
তিন বছর পর হালনাগাদ সংস্করণ নিয়ে এসেছে এয়ারপডস প্রো ৩। আগের ডিজাইনের মতো হলেও এতে রয়েছে হৃদস্পন্দন মাপার সেন্সর, উন্নত সক্রিয় নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি এবং লাইভ ট্রান্সলেশন ফিচার। একবার চার্জে ব্যবহার করা যাবে টানা আট ঘণ্টা পর্যন্ত। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার।
অ্যাপল ওয়াচ সিরিজ ১১, আল্ট্রা ৩ ও এসই
নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ এসেছে সবচেয়ে পাতলা ও টেকসই ডিজাইনে, সঙ্গে থাকছে ৫জি সাপোর্ট এবং উচ্চ রক্তচাপ শনাক্ত করার ক্ষমতা। অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩–এ যুক্ত হয়েছে স্যাটেলাইট কানেক্টিভিটি ও উন্নত এলটিপিও ৩ ডিসপ্লে। অন্যদিকে, ওয়াচ এসই–তে এখন আছে অলওয়েজ-অন ডিসপ্লে ও জেসচার সাপোর্ট। সিরিজ ১১ এর দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে, আল্ট্রা ৩ এর ৭৯৯ ডলার এবং এসই মডেল পাওয়া যাবে ২৪৯ ডলার মূল্যে।
সব নতুন ডিভাইসের প্রি-অর্ডার শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে এবং বাজারে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর।
ডিবিটেক/বিএমটি