কী উন্মোচিত হলো আইফোন ১৭ উদ্বোধনী অনুষ্ঠানে?
 
                                প্রযুক্তি জায়ান্ট অ্যাপল বরাবরের মতো সেপ্টেম্বরে নিয়ে এলো নতুন সব চমক। কুপার্টিনোতে আয়োজিত বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ লঞ্চ ইভেন্টে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে একাধিক নতুন ডিভাইস। এর মধ্যে রয়েছে আইফোন ১৭ সিরিজ, নতুন আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, তৃতীয় প্রজন্মের এয়ারপডস প্রো এবং নতুন অ্যাপল ওয়াচ মডেল। একই সঙ্গে ঘোষিত হয়েছে লিকুইড গ্লাস প্রযুক্তি এবং আইওএস ২৬–এর নতুন ফিচার। খবর এনগ্যাজেট।
আইফোন ১৭
আইফোন ১৭ সিরিজে থাকছে ৬.৩ ইঞ্চি প্রোমোশন সমর্থিত ১২০ হার্জের ডিসপ্লে। সিরামিক শিল্ড ২ প্রযুক্তি ব্যবহারে ফোনের টেকসই ক্ষমতা বেড়েছে তিনগুণ। নতুন এ১৯ চিপসেটে উন্নত নিউরাল ইঞ্জিন, সিক্স-কোর সিপিইউ এবং ফাইভ-কোর জিপিইউ থাকায় ফোনের কর্মক্ষমতা ও ব্যাটারি ব্যাকআপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ক্যামেরায় যুক্ত হয়েছে ৪৮ মেগাপিক্সেল ফিউশন আল্ট্রা ওয়াইড এবং ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। আইফোন ১৭–এর দাম শুরু হচ্ছে ৭৯৯ ডলার থেকে।
আইফোন এয়ার
অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে আইফোন এয়ার। মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের ডিভাইসটি তৈরি হয়েছে স্পেসক্রাফট-গ্রেড টাইটানিয়াম দিয়ে। ৬.৫ ইঞ্চির প্রোমোশন সমর্থিত ডিসপ্লেতে সর্বোচ্চ উজ্জ্বলতা পাওয়া যাবে ৩,০০০ নিট পর্যন্ত। এতে ব্যবহৃত হয়েছে শক্তিশালী এ১৯ প্রো চিপসেট, নতুন এন১ চিপ এবং উন্নত সি১এক্স মডেম। দাম শুরু হবে ৯৯৯ ডলার থেকে।
আইফোন ১৭ প্রো
সম্পূর্ণ নতুন অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইনে এসেছে আইফোন ১৭ প্রো সিরিজ। এতে যুক্ত হয়েছে নতুন ভেপার চেম্বারভিত্তিক থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম, যা ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে। ক্যামেরা সেকশনে রয়েছে নতুন ৪৮ মেগাপিক্সেল টেলিফটো, ওয়াইড এবং আল্ট্রা ওয়াইড লেন্স। ১৭ প্রো ম্যাক্সে পাওয়া যাবে সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ—একটানা ৩৯ ঘণ্টা ভিডিও প্লেব্যাক। এর দাম শুরু হচ্ছে ১,০৯৯ ডলার থেকে।
 
এয়ারপডস প্রো ৩
তিন বছর পর হালনাগাদ সংস্করণ নিয়ে এসেছে এয়ারপডস প্রো ৩। আগের ডিজাইনের মতো হলেও এতে রয়েছে হৃদস্পন্দন মাপার সেন্সর, উন্নত সক্রিয় নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি এবং লাইভ ট্রান্সলেশন ফিচার। একবার চার্জে ব্যবহার করা যাবে টানা আট ঘণ্টা পর্যন্ত। এর দাম নির্ধারণ করা হয়েছে ২৪৯ ডলার।
 
অ্যাপল ওয়াচ সিরিজ ১১, আল্ট্রা ৩ ও এসই
নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১ এসেছে সবচেয়ে পাতলা ও টেকসই ডিজাইনে, সঙ্গে থাকছে ৫জি সাপোর্ট এবং উচ্চ রক্তচাপ শনাক্ত করার ক্ষমতা। অ্যাপল ওয়াচ আল্ট্রা ৩–এ যুক্ত হয়েছে স্যাটেলাইট কানেক্টিভিটি ও উন্নত এলটিপিও ৩ ডিসপ্লে। অন্যদিকে, ওয়াচ এসই–তে এখন আছে অলওয়েজ-অন ডিসপ্লে ও জেসচার সাপোর্ট। সিরিজ ১১ এর দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে, আল্ট্রা ৩ এর ৭৯৯ ডলার এবং এসই মডেল পাওয়া যাবে ২৪৯ ডলার মূল্যে।
সব নতুন ডিভাইসের প্রি-অর্ডার শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর থেকে এবং বাজারে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বর।
ডিবিটেক/বিএমটি
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
