মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণে স্যামসাং-এসকে হাইনিক্সের শেয়ারপতন

মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণে স্যামসাং-এসকে হাইনিক্সের শেয়ারপতন
১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫০  
১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:৫০  

যুক্তরাষ্ট্রের নতুন রপ্তানি নিয়ন্ত্রণের প্রভাবে দক্ষিণ কোরিয়ার দুই শীর্ষ চিপ নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের শেয়ারের দাম সোমবার হ্রাস পেয়েছে। ওয়াশিংটন চীনে তাদের কারখানার জন্য মার্কিন সেমিকন্ডাক্টর সরঞ্জাম আমদানির অনুমোদন প্রত্যাহার করায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, এসকে হাইনিক্সের শেয়ারের দাম ৪.৮ শতাংশ এবং স্যামসাংয়ের ৩ শতাংশ কমে যায়। বিশ্লেষকদের মতে, এসকে হাইনিক্সের ৩০-৪০ শতাংশ ডিআরএএম ও ন্যান্ড চিপ চীনে তৈরি হয়, আর স্যামসাংয়ের প্রায় এক-তৃতীয়াংশ ন্যান্ড চিপ চীনে উৎপাদিত।

এসকে হাইনিক্স জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও কোরিয়া সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে প্রভাব কমানোর চেষ্টা করবে। 

স্যামসাং মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তাদের উপ-চেয়ারম্যান জুন ইয়ং-হিউন মার্চে বলেছিলেন, চীনা কারখানাগুলো বৈশ্বিক চিপ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ।

ডিবিটেক/বিএমটি