এআই দিয়ে নকল: সেই দিব্যের নথি যাচাইয়ে চবি প্রশাসন

এআই দিয়ে নকল: সেই দিব্যের নথি যাচাইয়ে চবি প্রশাসন
এআই দিয়ে নকল করে আটক দিব্য জ্যোতি সাহা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৮:৩৩  

মোবাইলফোনে এআই ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় নকল করার সময় আটক দিব্য জ্যোতি সাহার ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত নথি যাচাই করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরইমধ্যে তার ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত নথিপত্র বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে প্রশাসনের বিভিন্ন ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী । তিনি বলেন, এই শিক্ষার্থীর ফল সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উপাচার্য, উপ-উপাচার্য, এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের নিকট পাঠানো হয়েছে।

এ বিষয়ে চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেছেন, এটি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিতে পেশ করা হয়েছে। এই শিক্ষার্থী আমাদের এখানে কোনো ধরনের অসদুপায় অবলম্বন করেছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখবে ভর্তি কমিটি। যেহেতু সে রাবিতে নকল করতে গিয়ে আটক হয়েছে, তাই আমরা বিষয়টিকে ছোট করে দেখছি না। পরীক্ষা কমিটির যাচাই-বাছাই শেষে সুপারিশের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

এর আগে গত  ১৬ জানুয়া রিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইলে এআই ব্যবহার করে নকল করার সময় দিব্য জ্যোতি সাহাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওইদিন বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে রাবির স্যার জগদ্বিশচন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

এ বিষয়ে খবর প্রকাশ হলে জানা যায়, অভিযুক্ত দিব্য জ্যোতি সাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) তৃতীয় হয়েছিলেন। তার আটকের বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে, চবির পরীক্ষাতেও কি তিনি নকল করেছিলেন? এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে চবি প্রশাসন।

জানা গেছে, দিব্য জ্যতি সাহা চবির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। চবির ভর্তি পরীক্ষায় তার রোল ছিল ১০০২২২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরী। তবে স্থায়ী বাসা খুলনা।

ডিবিটেক/এসডিসি/ইকে