ইন্টেলকে ২ বিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে সফটব্যাংক

যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলকে ২ বিলিয়ন ডলারের মূলধন সহায়তা দিচ্ছে জাপানের সফটব্যাংক গ্রুপ। সোমবার ঘোষিত এই ইকুইটি বিনিয়োগের ফলে সফটব্যাংক ইন্টেলের ষষ্ঠ বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত হবে। খবর রয়টার্স।
ইন্টেল দীর্ঘদিনের ব্যবস্থাপনা ব্যর্থতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ খাতে পিছিয়ে পড়ার কারণে বড় ধরনের সংকটে পড়েছিল। নতুন এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির জন্য একপ্রকার ‘লাইফলাইন’ হিসেবে দেখা হচ্ছে। সফটব্যাংক প্রতিটি শেয়ার ২৩ ডলারে কিনবে, যা ইন্টেলের সোমবারের সমাপনী দামের চেয়ে সামান্য কম। এই লেনদেনে সফটব্যাংক ইন্টেলের প্রায় ২ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে।
তবে সফটব্যাংক কোনো বোর্ড আসন চাইছে না এবং ইন্টেলের চিপ কেনার প্রতিশ্রুতিও দেয়নি। বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ ইন্টেলের পুনরুদ্ধারে সীমিত প্রভাব ফেললেও যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর খাতে সফটব্যাংকের অবস্থান আরও শক্তিশালী করবে।
ডিবিটেক/বিএমটি