চীনের জন্য নতুন এআই চিপ বানাচ্ছে এনভিডিয়া

১৯ আগষ্ট, ২০২৫  
১৯ আগষ্ট, ২০২৫  
চীনের জন্য নতুন এআই চিপ বানাচ্ছে এনভিডিয়া

যুক্তরাষ্ট্রের শীর্ষ চিপ নির্মাতা এনভিডিয়া চীনের জন্য নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরি করছে। সূত্র জানায়, ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি এই চিপ বর্তমান এইচ২০ মডেলের চেয়েও বেশি শক্তিশালী হবে। খবর রয়টার্স।

নতুন চিপটির নাম বি৩০এ রাখা হয়েছে। এটি একক-ডাই ডিজাইন ব্যবহার করবে, যা এনভিডিয়ার সর্বাধুনিক বি৩০০ অ্যাক্সিলারেটর কার্ডের অর্ধেক প্রসেসিং শক্তি দিতে সক্ষম হবে। এতে উচ্চ ব্যান্ডউইথ মেমোরি ও এনভিডিয়া এনভি-লিংক প্রযুক্তি থাকবে, যা দ্রুত ডেটা স্থানান্তরের সুবিধা দেবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন যে এনভিডিয়াকে চীনে আরও উন্নত চিপ বিক্রির অনুমতি দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত অনুমোদন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে, কারণ ওয়াশিংটনে চীনের কাছে উন্নত এআই প্রযুক্তি সরবরাহ নিয়ে উদ্বেগ বিদ্যমান।

এনভিডিয়া আশা করছে, আগামী মাসেই তারা চীনা গ্রাহকদের পরীক্ষামূলকভাবে এই চিপের নমুনা সরবরাহ করতে পারবে।

ডিবিটেক/বিএমটি