মোবাইল রিচার্জে ১ শতাংশ সারচার্জ নিয়ে হাইকোর্টের রুল

১৯ আগষ্ট, ২০২৫ ০৯:০১  
১৯ আগষ্ট, ২০২৫ ১৪:০১  
মোবাইল রিচার্জে ১ শতাংশ সারচার্জ নিয়ে হাইকোর্টের রুল

২০১৬ সালের মার্চ মাস থেকে গ্রাহকের প্রতিবার রিচার্জের ক্ষেত্রে সারসার্জ হিসেবে ১০০ টাকায় ১ টাকা করে কেটে নেওয়া হচ্ছে পদ্মা সেতু উন্নয়ন ফান্ডের নামে।  ৯ বছর ধরে এই চার্জ কাটার যৌক্তিকতা নিয়ে গত ১০ জুলাই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন বেসরকারি সংগঠন কনশাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস)। রিটে মোবাইল ফোনের ব্যবহারের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।

সংগঠনটির পক্ষে করা রিটের জবাবে ১৮ আগস্ট, সোমবার মোবাইল ফোনের ব্যবহারের ওপর ১ শতাংশ হারে উন্নয়ন সারচার্জ আরোপ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আরোপিত ওই সারচার্জ প্রত্যাহার বা বাতিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা/ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দিয়েছেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম আজাদ হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

জানাগেছে, ‘এখনো পদ্মা সেতুর জন্য মোবাইল রিচার্জে কাটছে টাকা’ শিরোনামে গত ২৫ মে একটি দৈনিকে প্রকাশিত  প্রতিবেদন এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা অন্যান্য প্রতিবেদন যুক্ত করে এই রিট করেছিলো বেসরকারি সংগঠন কনশাস কনজ্যুমার সোসাইটির (সিসিএস)। সংবিধানের ৮৩ অনুচ্ছেদে সারচার্জ আরোপের বিষয়ে আইন প্রণয়নের কথা বলা হলেও ওই আইনটি (১ শতাংশ হারে সারচার্জ আরোপ) অস্পষ্ট এবং অনুচ্ছেদটির শর্ত পূরণ করে না মর্মে রিটটিতে উল্লেখ করা হয়।