১৮০ কোটি ব্যবহারকারীকে সতর্ক করল গুগল

১৭ আগষ্ট, ২০২৫ ১১:৩৮  
১৭ আগষ্ট, ২০২৫ ১১:৩৮  
১৮০ কোটি ব্যবহারকারীকে সতর্ক করল গুগল

বিশ্বজুড়ে ১৮০ কোটি জিমেইল ব্যবহারকারীকে বড় ধরনের সাইবার হুমকি সম্পর্কে সতর্ক করেছে গুগল। কোম্পানিটি জানিয়েছে, জেনারেটিভ এআই ব্যবহারের বিস্তারের সঙ্গে সঙ্গে দেখা দিচ্ছে নতুন ধরণের আক্রমণ, যার মধ্যে অন্যতম হলো ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশন। খবর মেন্স জার্নাল।

গুগলের ব্লগে বলা হয়েছে, সরাসরি প্রম্পট ইনজেকশনে যেখানে আক্রমণকারী ব্যবহারকারীর প্রম্পটে ক্ষতিকর নির্দেশ যোগ করে, সেখানে ইনডাইরেক্ট প্রম্পট ইনজেকশনে ক্ষতিকর নির্দেশ লুকিয়ে থাকে বাইরের তথ্যসূত্রে—যেমন ইমেইল, ডকুমেন্ট বা ক্যালেন্ডার ইনভাইটে। এগুলো এআই-কে ব্যবহারকারীর ডেটা চুরি করতে বা অন্য ক্ষতিকর কাজ করতে প্রলুব্ধ করে।

টেক বিশেষজ্ঞ স্কট পল্ডারম্যান জানান, হ্যাকাররা গুগলের এআই সহকারী জেমিনিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর পাসওয়ার্ড বের করে নিতে পারছে। এতে ব্যবহারকারীদের বিশেষত ঝুঁকিতে ফেলছে কারণ কোনো লিংক ক্লিক না করেও হ্যাকিং হতে পারে।

তবে গুগল জানিয়েছে, তারা ইতোমধ্যে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। জেমিনি ২.৫ মডেলের নিরাপত্তা জোরদার, ক্ষতিকর নির্দেশ শনাক্তে বিশেষ এমএল মডেল এবং সিস্টেম-স্তরের সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে হ্যাকারদের আক্রমণ আরও কঠিন করে তোলা হয়েছে।

ডিবিটেক/বিএমটি