তাইওয়ানের রফতানি নিয়ন্ত্রণের তালিকায় হুয়াওয়ে ও এসএমআইসি

১৫ জুন, ২০২৫ ১১:২৯  
১৫ জুন, ২০২৫ ১১:২৯  
তাইওয়ানের রফতানি নিয়ন্ত্রণের তালিকায় হুয়াওয়ে ও এসএমআইসি

তাইওয়ান সরকার চীনের হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন (এসএমআইসি)-কে তাদের রফতানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। অর্থ মন্ত্রণালয়ের হাই-টেক কৌশলগত পণ্যের তালিকায় অন্তর্ভুক্তির ফলে, এখন থেকে তাইওয়ানিজ কোম্পানিগুলোকে এই দুই প্রতিষ্ঠানে পণ্য রপ্তানির আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, এই তালিকায় তালেবান ও আল-কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনও রয়েছে। তাইওয়ানের টিএসএমসি বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা কোম্পানি, যারা এনভিডিয়ার মতো মার্কিন কোম্পানির অন্যতম সরবরাহকারী। এদিকে হুয়াওয়ে ও এসএমআইসি নিজেদের প্রযুক্তি উন্নয়নে জোর দিচ্ছে।

উল্লেখ্য, গত বছর হুয়াওয়ের একটি এআই চিপে টিএসএমসি-র তৈরি উপাদান পাওয়া গেলে বিতর্ক সৃষ্টি হয়। এরপর তাইওয়ান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই চীনা কোম্পানিগুলোর প্রযুক্তি চুরি ও মেধাস্বত্ব পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়।

ডিবিটেক/বিএমটি