ওটিপি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ চক্রের হোতা গ্রেফতার
ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দিয়ে ফোন করে ওটিপি নিয়ে একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ লাখ ৪০ হাজার টাকা সরিয়ে নেয় একটি অপরাধী চক্র। এ ঘটনায় রুহুল আমিন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা রুহুল আমিন একটি প্রতারক চক্র চালান। এই চক্রের সদস্যরা এভাবে প্রতারণা করে মানুষের অর্থ হাতিয়ে নেন।
ভুক্তভোগী ব্যবসায়ীর মামলার বরাত দিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় ওই ব্যবসায়ীর একটি অ্যাকাউন্ট রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে ঢাকার মগবাজার মোড়ে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজন তার মোবাইল ফোনে কল করেন। তিনি নিজেকে ব্যাংকের কাস্টমার কেয়ার কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, ব্যবসায়ীর অ্যাকাউন্টে কিছু টাকা যুক্ত হবে। এজন্য তার মোবাইল ফোন নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাবে, সেটি জানাতে হবে।
সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণ মামলাটির তদন্ত করছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার ভুক্তভোগী একজন ব্যবসায়ী। ঢাকার একটি বেসরকারি ব্যাংকের মৌচাক শাখায় তাঁর একটি ব্যাংক হিসাব রয়েছে। গত ২৪ মার্চ বিকেলে প্রতারক চক্রের এক সদস্য তাঁর (বাদী) মোবাইলে কল দিয়ে নিজেকে ওই ব্যাংকের কাস্টমার কেয়ারের লোক পরিচয় দেন। এ সময় তার ব্যাংক হিসাবে কিছু টাকা জমা হবে জানিয়ে মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিতে বলেন। ওই ব্যবসায়ী সরল বিশ্বাসে প্রতারক চক্রকে ওটিপি দিয়ে দেন। পরে ওই ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কয়েক ধাপের লেনদেনে মোট ৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী রমনা মডেল থানায় একটি মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হলে সংস্থাটির ঢাকা মেট্রো দক্ষিণ তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত রুহুল আমিনকে (৪২) শনাক্ত করে। পরে ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় আজ সকাল ৯টার দিকে ফরিদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রুহুল আমিনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়। পাশাপাশি প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।







