প্রযুক্তি অবকাঠামোর ই-বর্জ্য 

৭০ শতাংশ পর্যন্ত খরচ ও কার্বন কমাতে চায় ‘সার্ভিসিং২৪’

২৮ মে, ২০২৫  
২৮ মে, ২০২৫  
৭০ শতাংশ পর্যন্ত খরচ ও কার্বন কমাতে চায় ‘সার্ভিসিং২৪’

ইনফ্রাস্ট্যাক ও এইচসিআই সল্যুশন দিয়ে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত খরচ ও কার্বণ নির্গমন কমাচ্ছে থার্ড পার্টি মেইনটেন্যান্স প্রতিষ্ঠান ‘সার্ভিসিং২৪’। ইলেকট্রনিক বর্জ্য ও কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে সমন্বিত অবকাঠামোগত আইটি সেবার পরিধি বাড়াতে এবার তারা সেবাটিকে মাসিক ভাড়া চুক্তিতে নিয়ে এসেছে। 

এতে নতুন করে বিনিয়োগ ছাড়াই ইনফ্রাস্ট্রাকচার ও স্ট্যাক এর যৌগিক সমাধান ‘ইনফ্রাস্ট্যাক’ এবং স্টোরেজ ও নেটওয়ার্কিং এর সমন্বয়ে সফ্টওয়্যার-ভিত্তিক ডিস্ট্রিবিউটেড কম্পিউট ফ্রেমওয়ার্ক ‘এইচসিআই’ সল্যুশন গ্রহণ করতে পারছেন ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, অটোমোবাইলস, এফএমসিজি, হোটেল অ্যান্ড রিসোর্ট এবং অন্যান্য আইটি কোম্পানিগুলো।  এই ইনফ্রাস্ট্যাক এইচসিআই সল্যুশনটি সার্ভার রেন্টাল সার্ভিস, হার্ডওয়্যার রেন্টাল সাপোর্ট, ম্যানেজড আইটি সার্ভিস এবং বান্ডেল রেন্টাল সার্ভিস মডেলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সার্ভিসিং২৪ এর সিইও নাসির ফিরোজ।

তিনি জানান, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, স্টার্টআপ, মূলধন সীমাবদ্ধ সরকারি সংস্থা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, তুলনামূলকভাবে ছোট ও উন্নয়নশীল শহরে স্থাপিত ডেটা সেন্টার এবং পরিবেশবান্ধব আইটি প্রকল্পগুলোর জন্য এই সাশ্রয়ী প্রাইভেট ক্লাউড সল্যুশনটি বিশেষভাবে উপযোগী। এটি গ্রাহকদের সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত খরচ সাশ্রয় করবে। পাশাপাশি কোম্পানিটি হার্ডওয়্যারের লাইফ বর্ধিত করে সর্বোচ্চ ৭০ শতাংশ কার্বন ইমিশন কমিয়ে আনার পাশাপাশি টেকসই ই-বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখছে।

প্রসঙ্গত, ব্যাকআপ ও ডেটা রিকভারি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ভিম’এর অনুমোদিত পার্টনার ‘সার্ভিসিং২৪’এর রয়েছে ‘ইনফ্রাস্ট্যাক’ ও ‘এইচসিআই’সল্যুশন। সেবাটি ওপেন সোর্স প্রযুক্তির হাইব্রিড ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার প্ল্যাটফর্ম ‘প্রক্সমক্স’ ও ‘সেফ’ এর সমন্বয়ে গঠিত। এর মাধ্যমে একাধিক সার্ভারকে ভার্চুয়ালাইজ করে একত্রে পরিচালনার সুবিধা যেমনটা মিলবে তেমনি স্বয়ংক্রিয়ভাবে ডেটার সুরক্ষা ও ভারসাম্য নিশ্চিত করবে বলে দাবি করেছে সার্ভিসিং২৪।