বুধবার চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র

২০ মে, ২০২৫  
২১ মে, ২০২৫  
বুধবার চালু হচ্ছে প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থাপিত হয়েছে দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার।  প্রতিদিন প্রায় ৩০০ জন রোগীকে উচ্চমানের পুনর্বাসন চিকিৎসা দিতে সক্ষম এই রোবোটিক রিহ্যাব সেন্টারটিতে রয়েছে ৬২টি উন্নত রোবোটিক থেরাপি ইউনিট। এর মধ্যে ২২টি রোবট সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত। 

পক্ষাঘাতগ্রস্ত রোগীদের হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিতে এই পুনর্বাসন কেন্দ্রে আছে রোবোটিক আর্ম এক্সোস্কেলেটন;  মেরুদণ্ড বা ব্রেইন ইনজুরির ফলে শরীরের ভারসাম্য রক্ষার ইন্টেলিজেন্ট ব্যালান্স সিমুলেটর;  হাতের প্যারালাইসিস বা গিলিয়েন-ব্যারে সিনড্রোমে আক্রান্তদের হাতের শক্তি পুনরুদ্ধারের ফিঙ্গার মোবিলাইজার ও পাম-গ্লাভ থেরাপি ইউনিটের মতো নতুন নতুন প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম। 

ইউনিটগুলোতে উল্লেখযোগ্য প্রযুক্তিগুলো হলো- রোবোটিক গেইট ট্রেইনিং সিস্টেম, এক্সোস্কেলিটন থেরাপি, রোবোটিক আর্ম রিহ্যাবিলিটেশন ডিভাইস, এআই-বেইজড নিউরোফিডব্যাক সিস্টেম এবং ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) থেরাপি সিস্টেম।

বুধবার (২০ মে) সকালে রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোহাম্মদ শাহিনুল আলমের সভাপতিত্বে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম,চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য সচিব ডাঃ মোঃ সারওয়ার বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশ,এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে বিনামূল্যে সেবা মিলবে। এছাড়াও জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ও জীবিত যোদ্ধারা চিকিৎসাগ্রহেণে অগ্রাধিকার পাবেন।