অবাঞ্ছিত ঘোষণার পর সাতরাস্তা মোড়ে যাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি

ফলোআপ

১৬ এপ্রিল, ২০২৫  
১৬ এপ্রিল, ২০২৫  
অবাঞ্ছিত ঘোষণার পর সাতরাস্তা মোড়ে যাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিজি

ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা এ অধিদপ্তরে কারিগরি শিক্ষায় শিক্ষিত একজন কর্মকর্তাকে মহাপরিচালক নিয়োগের দাবি জানান। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী এ ঘোষণা ও দাবি তুলে ধরেন।

এরপরই আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের অধিকাংশ দাবি পূরণ করার ‘আশ্বাস’ নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে যাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শোয়াইব আহমাদ খান ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কারিগরি বোর্ডের কর্মকর্তারা সেখানে গিয়ে শিক্ষার্থীদের বিষয়গুলো বোঝাবেন এবং সুনির্দিষ্ট আশ্বাস দেবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বুধবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলা যেমন- রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, নওগাঁ, কুমিল্লা, কুষ্টিয়া, খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।