অবশেষে আইপ্যাডে আসছে ইনস্টাগ্রাম অ্যাপ

৯ এপ্রিল, ২০২৫  
৯ এপ্রিল, ২০২৫  
অবশেষে আইপ্যাডে আসছে ইনস্টাগ্রাম অ্যাপ

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আইপ্যাডের জন্য বিশেষভাবে তৈরি ইনস্টাগ্রাম অ্যাপ আনার পরিকল্পনা করছে মেটা, জানিয়েছে দ্য ইনফরমেশন। এতদিন আইপ্যাডে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা কেবল আইফোন অ্যাপের সম্প্রসারিত সংস্করণেই সীমাবদ্ধ ছিলেন।

বিশ্লেষকদের মতে, টিকটকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকায় এবং যুক্তরাষ্ট্রে ‘ডিভেস্ট-অথবা-ব্যান’ আইনের প্রেক্ষাপটে মেটা আরও আগ্রাসী পদক্ষেপ নিতে যাচ্ছে। ফলে এবার আইপ্যাড ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদার দিকে মনোযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এর আগে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি একাধিকবার বলেছিলেন, আইপ্যাড ব্যবহারকারীদের সংখ্যা খুব একটা বেশি না হওয়ায় এই প্ল্যাটফর্মে অ্যাপ বানানো তাদের অগ্রাধিকারে ছিল না। তবে পরিস্থিতি বদলাচ্ছে।

বর্তমানে আইপ্যাডে স্টেজ ম্যানেজার ও ওয়েব অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহার করা গেলেও বড় পর্দার সুবিধা কাজে লাগাতে একটি নেটিভ অ্যাপ দীর্ঘদিন ধরেই প্রত্যাশিত ছিল। মেটা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও প্রযুক্তি দুনিয়ায় এটি নিয়ে জোর আলোচনা চলছে।

ডিবিটেক/বিএমটি