যুক্তরাজ্যে ডেটা সুরক্ষা টুল বন্ধ করলো অ্যাপল

২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
২৩ ফেব্রুয়ারি, ২০২৫  
যুক্তরাজ্যে ডেটা সুরক্ষা টুল বন্ধ করলো অ্যাপল

যুক্তরাজ্য সরকারের সঙ্গে নিরাপত্তা নিয়ে বিরোধের পর অ্যাপল দেশটিতে তার সর্বোচ্চ পর্যায়ের ডেটা সুরক্ষা টুল অ্যাডভান্সড ডেটা প্রোটেকশন (এডিপি) বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি।

এডিপি ব্যবহারকারীদের তথ্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে নিরাপদ রাখে, যা এমনকি অ্যাপল নিজেও দেখতে পারে না। তবে যুক্তরাজ্য সরকার সম্প্রতি ব্যবহারকারীর তথ্যের অ্যাক্সেস চেয়ে অনুরোধ করে, যা অ্যাপল বরাবরই "ব্যাকডোর" তৈরি না করার নীতির কারণে প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার থেকে যুক্তরাজ্যের অ্যাপল ব্যবহারকারীরা এডিপি চালু করতে চাইলে এরর মেসেজ পাচ্ছেন। এছাড়া, যারা ইতোমধ্যে এই সেবা ব্যবহার করছিলেন, তাদের অ্যাক্সেসও শিগগিরই বাতিল করা হবে।

ব্রিটেনের ইনভেস্টিগেটরি পাওয়ারস অ্যাক্ট (আইপিএ) অনুযায়ী, সরকার আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য ডেটা সরবরাহের নির্দেশ দিতে পারে। তবে এটি নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে, যেখানে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাজ্যের ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা দুর্বল করে দেবে।

অ্যাপল এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই সিদ্ধান্তে "গভীরভাবে হতাশ" এবং ভবিষ্যতে ব্রিটিশ ব্যবহারকারীদের জন্য উন্নত সুরক্ষা ফিরিয়ে আনার আশাবাদী।

ডিবিটেক/বিএমটি