হ্যাকিংয়ে আক্রান্ত ২০ হাজার প্রতিষ্ঠান, চীনকে সন্দেহ মাইক্রোসফটের

৭ মার্চ, ২০২১ ১৩:৩০  
মাইক্রোসফটের ইমেইল ত্রুটিতে আক্রান্ত হয়েছে ২০ হাজারেরও বেশি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলরা বিষয়ে এখনও তদন্ত চলছে। কিছু বিশেষজ্ঞের ধারণা, এই সাইবার হামলায় ভুক্তভোগী হয়েছেন লাখো গ্রাহক। আর এই সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার এক প্রতিবেদনে সাইবার নিরাপত্তা প্রতিবেদক ব্রায়ান ক্রেবস বলেছেন, এই হামলায় অন্তত ৩০ হাজার মাইক্রোসফট গ্রাহক আক্রান্ত হয়েছে। এদিকে ইমেইল সেবা ব্যবহার করে পরিচালিত এই হামলায় রাষ্ট্রীয় সমর্থন রয়েছে দাবি করে হ্যাকিংয়ের এই ঘটনার জন্য চীনের দিকে আঙ্গুল তুলেছে মাইক্রোসফট। এই ঘটনায় মাইক্রোসফটের এক্সচেঞ্জ সেবার দূর্বলতা কাজে লাগিয়েছে হ্যাকাররা। প্রতিষ্ঠানের মেইল এবং ক্যালেন্ডার সার্ভারই হলো এক্সচেঞ্জ। ছোট ব্যবসা থেকে শুরু করে সরকারি এবং সেনাবাহিনীর ঠিকাদাররা মাইক্রোসফটের এক্সচেঞ্জ সেবা ব্যবহার করে।