হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামের সঙ্গে টেক্কা দেবে জিমেইল!

২০ মে, ২০২১ ০৭:৪৪  
এবার হয়তো জনপ্রিয় কমিউনিকেশন অ্যাপ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের ব্যবসায় ভাগ বসাতে চাইছে গুগলের ইমেইল সেবা জি-মেইল। এজন্য জি-মেইল অ্যাপে যুক্ত হচ্ছে আরো ৩টি অ্যাপ। ফলে মেইল করারা পাশাপাশি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে চ্যাট, মিট এবং রুমস সুবিধা পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। এরমধ্যে আগে এ গুগল ওয়ার্ক স্পেসে চ্যাট মেসেজিং অ্যাপ ব্যবহার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে এখন জি-মেইল অ্যাপ থেকেই গুগল চ্যাট ইন্টারফেসের মধ্যে মিডিয়া এবং ফটোশেয়ার করা যাবে, ফাইল শেয়ার করার জন্য গুগল ড্রাইভের এক্সেস থাকবে এবং ভিডিও চ্যাটের জন্য সরাসরি গুগল মিটে স্যুইচ করতে হবে। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে, এখন আর জি-মেইল, চ্যাট, মিট ও রুমের জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে বিভিন্ন অ্যাপে স্যুইচ করতে হবে না। এর ফলে এগুলোর ব্যবহার যেমন বাড়বে তেমনি চ্যাট এবং মিট অপশন মাইক্রোসফট টিমস, জুম এবং স্ল্যাকের মতো ভিডিও মিটিং এবং ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলোর জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত জি-মেইল অ্যাকাউন্টগুলোও এবার হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের সঙ্গে পাল্লা দেবে।