গুগলের এআই-নির্ভর সার্চের ব্যবহারকারী বাড়ছে

২৬ এপ্রিল, ২০২৫  
২৬ এপ্রিল, ২০২৫  
গুগলের এআই-নির্ভর সার্চের ব্যবহারকারী বাড়ছে

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সার্চ ফিচার ‘এআই ওভারভিউস’ বর্তমানে প্রতি মাসে ১৫০ কোটিরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছাচ্ছে। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ফিচারটি চালু রয়েছে। খবর টেকক্রাঞ্চ।

এই ফিচার ওয়েব থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর উপস্থাপন করে। যদিও এতে কিছু প্রকাশকের ওয়েবসাইটে দর্শনার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে, তবে গুগল এটিকে রাজস্ব এবং ব্যবহারকারীর সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাব্য উৎস হিসেবে দেখছে।

গত বছর গুগল ‘এআই ওভারভিউস’-এ বিজ্ঞাপন চালু করে এবং সম্প্রতি ‘এআই মোড’ নামের একটি নতুন বৈশিষ্ট্যের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। অপরদিকে ‘সার্কেল টু সার্চ’ বৈশিষ্ট্য এখন ২৫ কোটিরও বেশি ডিভাইসে ব্যবহৃত হচ্ছে, যা আগের ত্রৈমাসিকের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

গুগল জানিয়েছে, গুগল লেন্সের মাধ্যমে দৃশ্যভিত্তিক অনুসন্ধান দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রযুক্তির মাধ্যমে কেনাকাটা ১০ শতাংশ বেড়েছে। তবে এই অগ্রগতির মধ্যেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ একচেটিয়া আধিপত্যের অভিযোগে বিচ্ছিন্নকরণের চাপ বাড়াচ্ছে।

ডিবিটেক/বিএমটি