সোমবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
সোমবার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২১। এ বছর দিবসটির প্রতিপাদ্য চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল রূপান্তরের এগিয়ে চলা’
দিবসটি উপলক্ষে দেয়া বার্তায় কোভিড ১৯ এর ত্রাসের মধ্যে ডিজিটাল প্রযুক্তি কেবল কোটি কোটি মানুষের জীবন, কাজ, স্বাস্থ্য এবং শেখার কাজ চালিয়েই নেয়নি জীবন ও জীবিকর সুরক্ষায় সাহয্য করেছে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
চ্যালেঞ্জিং সময়ে ডিজিটাল রূপান্তরের গতি ত্বরান্বিত করর তাগিদ দিয়ে
জাতিসংঘ মহাসচিব আক্ষেপ করেছেন,তবুও ৩.৭ বিলিয়ন মানুষ - বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক - ইন্টারনেটের সাথে সংযুক্ত নয়; এবং এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ মহিলা।
আন্তোনিও গুতেরেস বলেছেন, যদি আমরা ৫জি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, ডিজিটাল স্বাস্থ্য এবং অন্যান্য প্রযুক্তির সম্ভাবনাকে সত্যিকারঅর্থে রূপান্তরকামী এবং টেকসই করে তুলতে চাই তবে তাদেরও অন্তর্ভুক্ত করতে হবে।
‘আমাদের অবশ্যই ডিজিটাল প্রযুক্তির বিপদ, ঘৃণা ও ভুল তথ্য ছড়িয়ে পড়া থেকে শুরু করে সাইবার আক্রমণ এবং আমাদের তথ্য শোষণ থেকে রক্ষা করতে হবে’-যোগ করেন তিনি।
পাশাপাশি ডিজিটাল সহযোগিতার রোডম্যাপ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে জাতিসংঘের লক্ষ্য মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সকলের জন্য রূপান্তরকে ন্যায়সঙ্গত, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সাশ্রয়ী মূল্যের করে তোলার ওপর গুরুত্বারোপ করে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবসে আহ্বান জানিয়েছেন- আসুন আমরা কোভিড-১৯ কে পরাজিত করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি নেই। ডিজিটাল প্রযুক্তিগুলি কল্যাণকর শক্তি হিসেবে যেন আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করে এবং কাউকে পিছনে না ফেলে তা নিশ্চিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
অপরদিকে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাওলিন ঝাও
কোভিডে বিপর্যস্ত এই বছরে জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার ও এর শক্তিকে কাজে সকলের সহযোগিতা ও অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক টেলিকমিউনিকেশনস ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাওলিন ঝাও।
একইসঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালনে সকলের প্রতি অনুরোধ করেছেন তিনি।
এদিকে করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য বিধি মেনেই দিবসটি পালনে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশে টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন। অংশীজনদের নিয়ে ওয়েবিনারে সংযুক্ত হয়ে দিবসটি পালন করবে সংস্থাটি।