ইতিহাসে প্রথম বিটিভি-থেকে বাজেট পেশ

ঈদের ছুটির কারণে প্রচলিত রীতির একটু আগেই ২ জুন (সোমবার) বিকেল ৩টায় আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংসদের পরিবর্তে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্টুডিও থেকে সরাসরি আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন তিনি।
অর্থ মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, সোমবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে অনুমোদন হবে আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটটি অনুমোদনের পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিন দুপুরে বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যাবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেখান থেকে বাংলাদেশ টেলিভিশন সরাসরি বিকেল ৩টায় ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতা প্রচার করা হবে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম বিটিভি থেকে বাজেট ঘোষণা করা হবে। একই সঙ্গে সোমবার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া ঢাকায় তথ্য অধিদপ্তর থেকে সচিবালয়ে প্রবেশে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা দুপুর ৩টা থেকে বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন।
এদিকে বাজেট পেশের সময় এক ঘণ্টা এগিয়ে আনার কথা জানিয়ে সরকারি এক তথ্য বিবরণীতে বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যসব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে একই সময়ে প্রচারের অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ২৯ মে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২ জুন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচার হবে। তিন দিনের মাথায় এখন সরকারি আর এক তথ্য বিবরীতে জানানো হলো ২ জুন বিকেল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন।
বাজেট ঘোষণার পরদিন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।