সাইবার সুরক্ষায় এবার সব মন্ত্রণালয়কে চিঠি দেবে সার্ট

৯ আগষ্ট, ২০২৩ ১৭:৫৪  

সাইবার নিরপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মন্ত্রণালয়কে চিঠি দেবে আইসিটি বিভাগে বিজিডি ই-গভ সার্ট। সাইবার আক্রমণ থেকে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষার ২৯টি ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) প্রতিষ্ঠানে গঠন করা হবে সাইবার কিসিকিউরিটি ডিজাইন ল্যাব। একইসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে আগামী মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদ সভা।  

বুধবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। সাইবার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানগুলোর গৃহীত কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

 এসময় পাইরেটেড সফটওয়্যার ব্যবহারের ফলে বিদ্যমান ব্যাকডোরের মাধ্যমে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য চুরির ঝুঁকি তৈরির পাশাপাশি অন্যান্য সাইবার নিরাপত্তা ইস্যু তৈরি হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্কতা গ্রহণের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসমূহের বিভিন্ন সাইবার নিরাপত্তা ইস্যু, আইসিটি জনবল কাঠামো উন্নয়ন, আইসিটি খাতে বরাদ্দ বৃদ্ধি, নিয়মিত আইটি অডিট পরিচালনা, সিকিউরিটি অপারেশন সেন্টার (SOC) ও নেটওয়ার্ক অপারেশন সেন্টার (NOC) গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এছাড়া ডাটার ভলিউম, গুরুত্ব ও ডাটা সিকিউরিটির বিষয়টি বিবেচনা করে আরও ৫টি সরকারি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বিজিডি ইগভঃ সার্টের প্রকল্প পরিচালক মোহাম্মদ সাইফুল আলম খান, ডিজিটাল নিরাপত্তা কর্তৃপক্ষে মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিআরটিএ, বিদ্যুতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিরা বৈঠকে যোগ উপস্থিত ছিলেন।