সহকর্মীর আত্মহত্যা নিয়ে কথা বলায় চাকরিচ্যুত

১৬ অক্টোবর, ২০১৯ ২৩:৫৪  
ফেসবুকের একজন সফটওয়্যার প্রকৌশলী জানিয়েছেন, গত মাসে ফেসবুকের সদর দফতরে আত্মহত্যা করা সহকর্মীর বিষয়ে কথা বলায় তাকে কোম্পানি থেকে চাকরিচ্যুত করা হয়েছে। ঐ প্রকৌশলীর বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে সিএনবিসি। ই ইন নামের ঐ প্রকৌশলী গত জুলাইয়ে ফেসবুকের কোর গ্রোথ টিমে যোগদান করে। এরপর ১৯ সেপ্টেম্বর তার সহকর্মী কিন চেন আত্মহত্যা করলে বিচারের দাবি করে প্রতিবাদে অংশ নেন তিনি। তারই ধারাবাহিকতায় তাকে চাকরি হারাতে হয়েছে। ২৬ সেপ্টেম্বর এবিসি ৭’কে দেয়া সাক্ষাতকারে ইন বলেন, আমরা সত্য জানতে চাই। প্রকৃতভাবে কী ঘটেছিলো সে সম্পর্কে আমাদের নিরপেক্ষ তদন্ত দরকার। শুধু চাকরিচ্যুতই নয়, এ ঘটনায় ৩৯ হাজার ডলার সাইন-ইন বোনাসও ফেরত দিতে হয়েছে ই ইন’কে। ডিবিটেক/বিএমটি