রেডমি নোট ৮ ফোনে যা থাকছে

২৬ আগষ্ট, ২০১৯ ২৩:৪৩  
আগামী ২৯ আগস্ট চীনে উন্মোচিত হতে যাচ্ছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমির পরবর্তী নোট সিরিজের স্মার্টফোন। রেডমি নোট ৮ এবং রেডমি নোট ৮ প্রো মডেলের এই স্মার্টফোন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এবার শাওমি নিজেই উন্মোচনের আগে এর একাধিক তথ্য প্রকাশ করেছে। খবর এনডিটিভি। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শাওমি জানিয়েছে, রেডমি নোট ৮ ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। সাথে থাকবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ক্যামেরার পাশাপাশি পিছনে আরও তিনটি ক্যামেরা থাকবে। উইবোতে প্রকাশিত টিজারে ফোনটির পিছনে চারটি ক্যামেরার সাথে ফ্ল্যাশলাইটও দেখা গেছে। কম আলোতে ছবি তোলার জন্য এই বিশেষ নাইট মোড থাকছে। প্রকাশিত ছবিতে রাতের দুর্রেডমিদান্ত ছবি দেখা গেছে। অপরদিকে রেডমি নোট ৮ প্রো স্মার্টফোনে থাকছে তুলনামূলক শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯০টি চিপসেট। সাথে থাকবে চারটি ক্যামেরা, যার প্রাইমারি সেন্সর হবে ৬৪ মেগাপিক্সেলের। ফোনের ভিতরে থাকবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। ডিবিটেক/বিএমটি