রূপগঞ্জে বেসরকারিভাবে চালু হলো দেশের প্রথম করোনা পিসিআর ল্যাব

২৯ এপ্রিল, ২০২০ ২৩:৫৪  
করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালু হয়েছে দেশের প্রথম বেসরকারি টেস্টিং ল্যাব। ইতোমধ্যে ল্যাবটিতে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভিডিও কনফারেন্সে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পিসিআর (পলিমারেজ চেইন রিয়্যাকশন) ল্যাবটির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজ্জা পাপ্পার সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ভিডিও উদ্বোধনীতে আরো যুক্ত হন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও গবেষণা পরিচালক ইকবাল করিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া।