রাশিয়াকে ব্লক করতে অ্যাপলকে ইউক্রেনের অনুরোধ

২৭ ফেব্রুয়ারি, ২০২২ ০৪:৩৪  
অ্যাপলকে রাশিয়ান ব্যবহারকারীদের পণ্য এবং পরিষেবা সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ। টুইটারে অ্যাপল প্রধান নির্বাহী টিম কুক এর সঙ্গে সংযুক্ত এই নেতা তাকে ট্যাগ করেই এ নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন। এতে তিনি লিখেছেন, “আমি আপনার কাছে আবেদন করছি,অ্যাপ স্টোরে অ্যাক্সেস ব্লক করাসহ রাশিয়ান ফেডারেশনকে অ্যাপল পরিষেবা এবং পণ্য সরবরাহ বন্ধ করুন!আমরা নিশ্চিত যে এই ধরনের পদক্ষেপ রাশিয়ার তরুণ এবং সক্রিয় জনগোষ্ঠীকে লজ্জাজনক সামরিক আগ্রাসন সক্রিয়ভাবে বন্ধ করতে অনুপ্রাণিত করবে”। এদিকে রবিবার ভোরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। রাশিয়ার সামরিক অভিযানের মধ্যেও কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।