বিটিসিএল এর সঙ্গে টাওয়ার ভাগাভাগি করলো রবি

২০ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৫৯  
রাষ্ট্রীয় টেলিফোন সংস্থা ও বাংলাদেশের সর্ববৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বা বিটিসিএল এর টাওয়ার ব্যবহার করবে মোবাইল অপারেটর রবি আজিয়েটা। এজন্য উভয় প্রতিষ্ঠানের মধ্যে টাওয়ার শেয়ারিং সংক্রান্ত সার্ভিস লেভেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে চুক্তিতে বিটিসিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন এবং রবি আজিয়াটার পক্ষে অপারেটরপির  ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রশীদ চুক্তিতে সই করেন। রাজধানীর ইস্কাটনস্থ বিটিসিএল প্রধান কার্যালয়ের সম্মেলন কেন্দ্রে গত ১৭ ফেব্রুয়ারি, ২০২২ বৃহস্পতিবার সকালে এই চুক্তি হয়।  এসময় বিটিসিএল এর উপ-ব্যবস্থাপনা পরিচালকরাসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।