বাবা হারা হলেন জ্যৈষ্ঠ তথ্যপ্রযুক্তি সাংবাদিক কাউছার
জ্যৈষ্ঠ তথ্যপ্রযুক্তি সাংবাদিক এবং এই খাতের নিবন্ধিত পেশাদার সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ কাউছার উদ্দিন এর পিতা মো. ইদ্রিস ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। তাঁর মৃত্যুতে বিআইজেএফ, টিএমজিবি, ই-ক্যাব, স্মার্ট টেকনোলজিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ'র নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র থেকে শনিবার রাত দশটায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হওয়ার কথা জানা গেছে।
প্রসঙ্গত, মোঃ কাউছার উদ্দীন বর্তমানে টিএমজিবি সভাপতি এবং ইন্টারনেট সোসাইটির সদস্য।







